Call Agent
(9am to 10pm-BD)

01611-237732

বিশ্ববিদ্যালয়ের প্রেজেন্টেশনে ভালো করার উপায়? / University Presentation এ ভালো করার উপায় (পর্ব-৩)

একটা সময় ছিলো খুব কম মানুষই প্রেজেন্টেশন কি; এটাই জানত না। এখন তো University থেকে শুরু করে প্রাইমারি – প্রতিটি সেক্টরেই প্রেজেন্টেশন দিতে হয়। 

আজ আমরা কথা বলবো বিশ্ববিদ্যালয়ে প্রেজেন্টেশন এ কিভাবে নিজেকে উপস্থাপন করলে সর্বোচ্চ নম্বর পাওয়া যাবে।

University তে পড়েছো, পড়ছো অথচ প্রেজেন্টেশন কি জানো না এরকম মানুষ হয়ত নেই। আবার প্রেজেন্টেশনে ভয় পাও না এর সংখ্যাটাও কিন্তু কম না। বরং অনেক অনেক বেশি। প্রতিটি বিষয়ে প্রেজেন্টেশন বাধ্যতামূলক! সবথেকে অসহ্য তাই না? তোমাকে আজকে এমন কিছু টিপস দিবো, আশাকরি এগুলো ফলো করলে তুমি ইউনিভার্সিটির প্রেজেন্টেশন এ আর ভয় পাবে না। 

আমাদের সবার মধ্যেই কমন সমস্যা আমরা কারো সামনে কথা বলতে পারিনা। কনফিডেন্স পাইনা। সেটা যদি হয় ভার্সিটির প্রেজেন্টেশন!  তাহলে তো কথাই নেই। ইউনিভার্সিটির পরীক্ষায় ভালো সিজিপিএ নিয়ে আসার জন্য প্রতিটা নম্বর খুব খুব গুরুত্বপূর্ণ। একটা নম্বরের জন্য জিপিএ এদিক সেদিক হয়ে যায়। আর প্রেজেন্টেশনে অনেকগুলো নম্বর থাকে। এই নম্বর গুলো তুলতে হলে তোমাকে যে খুব মেধাবী হতে হবে এমনটাও নয়। তুমি তোমার দক্ষতা ও বুদ্ধি দিয়ে খুব সহজেই সর্বোচ্চ নম্বর তুলতে পারো। নিচে খুব সুন্দর করে তোমাদের জন্য আলোচন করা হলো :

 

  • Be confident what you are 

তুমি কি সেটা তোমাকেই বিশ্বাস করতে হবে। নিজের প্রতি পূর্ণ বিশ্বাস রাখবে। মনে রাখবে, যে নিজের প্রতি কনফিডেন্ট না সে কখনোই উন্নতি করতে পারেনা। তোমার যে টপিক থাকবে তা তো তুমি জানোই আর কথাগুলো বলবেও নিজেরই চিরচেনা ক্লাসরুমে। আর ওই রুমে তোমারই সহপাঠীরা। ওদের সামনে তো সবসময়ই অনেক কথা বলো। কত হাসি-ঠাট্টা, গান, কবিতা করো। তাহলে প্রেজেন্টেশনে কেনো ভয় পাবে। এটাও তো তোমার নিত্য কোনো না কোনো কাজের একাংশ। এটা মাথায় রাখবে দেখবে তোমার ভয় কিছুটা হলেও কমে যাবে। 

 

  • লজ্জা কমাতে হবে 

আমি জানি এই কথাটার সাথে কম বেশি সবাই একমত হবে। তোমরা মনে মনে ভাবো যে, আমি যদি কিছু ভুল বলে ফেলি? কিংবা আমি ভালো ইংরেজি পারিনা, আমি উল্টো পাল্টা ভুল ইংরেজি বললে তো বন্ধুদের সামনে নাকটাই কাটা যাবে। কি ঠিক বললাম তো? শুনো, প্রথম কথা কেউই প্রথম দিনেই সব পারে না। তুমি প্রথম যেদিন হাঁটা শিখতে যেয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়েছো। সেদিন থেকে যদি হাটা ছেড়ে দিতে। তাহলে আজকে কি অবস্থা হতো একবার ভেবে দেখেছো? তাহলে আজ কেনো লজ্জা পাচ্ছো। ভয়, ভীতি,  জড়তা কাটাতে না পারলে কখনোই সাকসেস আসবে না। প্রেজেন্টেশনে ভালো করতে হলে অবশ্যই সাহস করে কনফিডেন্টলি কথা বলতে হবে। একমাত্র, তাহলেই তুমি ভালো নম্বর পেতে পারো।

 

  • টপিক সম্পর্কে ধারনা রাখা 

প্রেজেন্টেশনের টপিক সম্পর্কে ধারনাই নেই, সে কি করে ১০ এ ১০ পাবে? তোমার যেই টপিক থাকবে, সেই সম্পর্কে ছোট বড় সকল তথ্য জেনে নিবে। কেননা, টিচার জিজ্ঞেস করলে ঘাবড়ে গেলেই শেষ সবকিছু। তাই বার-বার টপিক নিয়ে আলোচনা করা। প্রয়োজন হলে গ্রুপমেট দের সাথে স্ট্যাডি করা। তাই তোমাকে ভালো প্রেজেন্টেশন উপহার দিতে হলে অবশ্যই টপিকটি বুঝতে হবে খুব ভালো ভাবে। আর এ জন্য তোমাকে টপিকটি বারবার পড়তে হবে।

 

  • গ্রুপমেট দের সামনে প্রি- প্রেজেন্টেশন দেয়া 

 টিচার আসার আগে বন্ধুদের সামনে বা গ্রুপমেটদের সামনে প্রেজেন্টেশনটি দেয়ার চেস্টা করবে। এবং অবশ্যই ফ্রন্ট ডেস্কের সামনে দিতে চেস্টা করবে। এতে করে তোমার সবার সামনে কথা বলার জড়তা অনেকটাই কমে যাবে। 

 

  • বিভিন্ন ডিবেট ক্লাবে / লাংগুয়েজ ক্লাবে জয়েন হবে

তুমি যদি বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো, হতে পারে তোমার বিশ্ববিদ্যালয়ের ডিবেট ক্লাব। এতে করে সবার সামনে কথা বলার ভয়টা আর থাকবেনা। বিভিন্ন ল্যাংগুয়েজ ক্লাবে জয়েন করতে পারো। তোমার ভার্সিটির অথবা বাহিরের কোনো Language Club অবশ্যই জয়েন হবে। এতে করে কনভার্সেশন করতে করতে ইংরেজির ভয়: পানি হয়ে যাবে।

এখন অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে তুমি চাইলেই নিজেকে হাইড করে ল্যাংগুয়েজ ট্রেনিং নিতে পারো। আমি একটা লিংক নিচে দিয়ে দিবো জয়েন হয়ে দেখতে পারো। 

 

  •  ড্রেস আপের দিকে নজর দেয়া

তুমি একটি ইউনিভার্সিটির প্রেজেন্টেশন দিতে যাচ্ছো। কোনো বিয়ে বাড়ি বা ডিজে পার্টিতে না । তাই রংচঙয়ে জামা, টি- শার্ট, ভারী জুয়েলারি, কিংবা জিগজ্যাগ প্যান্ট শার্ট অবশ্যই পরিহার করবে। পরিপাটি স্ত্রি করা জামা, মানে হচ্ছে একটা ফরমাল ড্রেসআপ থাকতে হবে তোমার। ফরমাল যদি না বুঝতে পারো তাহলে বলবো ভদ্র জামা জুতো পরে আসবে।

 

  • শিক্ষক- শিক্ষিকাদের সামনে যা করতে হবে 

শিক্ষক – শিক্ষিকাদের সামনে সাহস করে কথা বলতে হবে। যদি মাঝে ভুল করেও ফেলো তবুও থেমে যাওয়া যাবে না। একটু থেমে আবারও নিজের গতিতে চলতে থাকবে। আর যাই বলছো তা নিয়ে কনফিডেন্ট থাকবে। তবেই তুমি আত্নবিশ্বাসী হবে। 

 

মনে রেখো আজ যে সাজেশনগুলো দিলাম তা যদি তুমি পালন করো, তোমার প্রেজেন্টেশন এ কখনো ভয় তো থাকবেই না বরং সর্বোচ্চ নম্বর পাবে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। 

 

প্রেজেন্টেশন এ আগের আর্টিকেল পড়তে পারেনঃ

 

পর্ব-১ঃ Click here

পর্ব-২ঃ Click here

 

TalentHut -এ যেকোনো কোর্স করতে এই লিঙ্কে ক্লিক করুনঃ

Course

 

-By

Miss Tamanna

(Teacher & Batch coordinator at TalentHut)

 

Tag @  University Presentation @ইউনিভার্সিটির প্রেজেন্টেশনে ভালো করার উপায় @ কি করে প্রেজেন্টেশনে বেশি নম্বর তুলব? @Language Club @Language Training

#talenthut #talenthutbd #talenthutielts #presentationskills #publicspeakingskills

Add a Comment

Your email address will not be published.