Call Agent
(9am to 10pm-BD)

01611-237732

Publishing Guide

 Article Post Submission Process

আর্টিকেল রাইটিং যা অনেকে আবার ব্লগ রাইটিংও বলে। এটা অনেকের কাছে পেশা আবার অনেকের কাছে নেশা। আর্টিকেল রাইটিং এর মাধ্যমে যেমন একদিকে লিখার চর্চা এবং দক্ষতা আসে তেমনি আরেক দিকে জ্ঞানের বিচরন হয় সমাজের প্রত্যেকটি স্থানে। প্রত্যেক মানুষই একজন রিডার কিন্তু সবাই রাইটার না। রাইটিং বা লিখালিখির মাধ্যমে বিকশিত হয় নতুন প্রতিভার, প্রতিষ্ঠিত হয় জশ ও খ্যাতি। তাই যারা আর্টিকেল লিখতে পছন্দ করেন তাদের জন্য এই সেকশন। TalentHut সবসময় নতুন প্রতিভাদের সুযোগ করে দেয় তার দক্ষতা সৃষ্টি এবং তা প্রকাশের। তাই আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে Free Article Writing Course করানো এবং সাথে তা এই সেকশনে চর্চার মাধ্যমে লিখালিখি করার সুযোগ করে দেই। আমাদের এই সাইটের আছে অনেক ফলোয়ার যারা প্রতিনিয়ত এই সাইটটি ভিজিট করছে। যার ফলে অনেক রিডার বাড়ছে। যারা লিখালিখির মাধ্যমে ইংরেজি চর্চা বা নিজের প্রতিভার বিকাশ করতে চান, তারা আমাদের এই বিশাল রিডার গ্রুপ এর উদ্দেশ্যে লিখা শুরু করে দিতে পারেন আজই। হতেও পারে এই রিডার গ্রুপই আপনাকে অনেক দূর নিয়ে যাবে যা হয়তো আপনি ভাবতেও পারেন নি। শিক্ষকরাও লিখতে পারেন এখানে। এখানে লিখার ফলে শিক্ষকদের অনুসারি ছাত্রের সংখ্যাও বৃদ্ধি পাবে গুণিতক হারে। তবে লিখতে হলে মানতে হবে কিছু নিয়মঃ

 

আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে লক্ষণীয়ঃ Notable in the case of article post writing

১। লিখা যতটা আকারে মধ্যম, সাবলিল ও সহজ হবে তত সবার কাছে তা গ্রহনযোগ্যতা পাবে।
২। প্রথমদিকে লিখলে যে কোন একটি নিশ বেছে নেয়া ভালো। যেমন হতে পারে, ইংরেজি শিক্ষা, অন্য ভাষা শিক্ষা, আইটি বা ছোট গল্প।
৩। ইংরেজি চর্চার মাধ্যম হতে পারে লিখালিখি তাই কিছু সহজ বিষয় বেছে নিয়ে তার উপরে লিখা শুরু করা যেতে পারে।
৪। এটা জরুরী নয় যে, সবসময় কঠিন বা জটিল শব্দ ব্যবহার করে লিখতে হবে। লিখার জন্য শব্দ বাছাই একটি গুরুত্ত পূর্ণ বিষয় তবে সেটা প্রথম দিকে হয় না। লিখতে লিখতে এই অনুধাবন চলে আসে।
৫। লিখাতে একটি সুন্দর নাম বা টাইটেল নির্বাচন জরুরী সাথে যদি একটি প্রসঙ্গিক ছবি দেয়া যায় তবে সেই লিখা সবাইকে আকর্ষিত করে।
৬। যাদের অন্য কোন প্লাটফর্ম যেমন, Youtube, Facebook, Instagram, LinkedIn, Personal Website আছে তারা চাইলে লিখার মাঝে লিঙ্ক শেয়ার করতে পারেন। এতে Personal Branding হবে।
৭। তবে লিখার স্থানে সরাসরি কোন সার্ভিস বা পণ্যের বিজ্ঞাপন দেয়া যাবে না। কিন্তু লিখার মাধ্যমে নিজের সাইটগুলোতে রেফার করা যেতে পারে।
৮। যাদের নিজস্ব কোন শিক্ষামুলক পণ্য যেমন বই, সিডি, ইত্যাদি থাকে তবে আমাদের এই প্লাটফর্মের মাধ্যমে তা বিক্রয় করতে পারবেন। সেক্ষেত্রে আমাদেরকে পণ্যের বিস্তারিত দিলে, আমরাই সেটা এই সাইটে আপলোড করে দিবো।
৯। বিষয় ভিত্তিক লিখার মাঝে অপ্রাসঙ্গিক কিছু লিখা যাবে না। এতে রিডাররা বিরক্ত হয়।
১০। লিখা বাংলা বা ইংরেজি যেকোনো মাধ্যমে হতে পারে।
১১। লিখার মধ্যে সমাজ, দেশ, মানবতা বিরোধী বা ধর্মীয় উত্তেজনা জনক কিছু থাকা যাবে না।
১২। এখানে লিখালিখি সম্পূর্ণরুপে নিজের ব্র্যান্ডিং বা প্রচার বা চর্চাতে কাজে দিবে। এর বিনিময়ে কোন আর্থিক সুবিধা দেয়া হবে না। তবে ভালো রাইটার দের জন্য বিভিন্ন সময়ে Reward এবং উপহার থাকবে।
১৩। এই পেইজে রেজিস্টার করে সরাসরি একজন Article Post Writer হিসেবে আমাদের সাথে যোগ দিতে পারেন।
১৪। রেজিস্টার করার পরে, সেখানে একটি রাইটিং পেইজ পাবেন যেখানে আপনি ছবি এবং লিঙ্ক শেয়ারিং সহ লিখার সকল টুলসগুলো পাবেন।

দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন,

Note: যারা লিখালিখি করতে চান কিন্তু এই বিষয়ে কোন ধারনা নেই, তারা চাইলে আমাদের একটি ফ্রি কোর্স আছে সেখানে রেজিস্ট্রেশন করে কোর্সটি করে নিতে পারেন। এটা আপনাকে Pro-Writer হতে অনেকটাই সাহায্য করবে। নিচের লিঙ্কে ক্লিক করে কোর্স-এ রেজিস্ট্রেশন করুন।

Publishing with TalentHut

This page is restricted. Please Login / Register to view this page.