Call Agent
(9am to 10pm-BD)

01611-237732

Spoken English (Level-1)

Course Fee 6000 TK

(one time)

Course Instructor

Md Shakhawat Hossain

Founder Director, TalentHut

Hasan Prottoy

Course Coordinator & Spoken English Teacher

Md Ariful Islam

IELTS & ESL Teacher

Spoken English & Pronunciation (Level-1)

যাদের পরিশ্রম করার ইচ্ছে আছে, ইংরেজিতে কথা বলার জন্য দৈনিক ২-৪ ঘণ্টা সময় দিতে পারবেন, এবং সত্যিকার অর্থেই ইংরেজিতে কথা বলা এবং উচ্চারনে দক্ষতা নিয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য এই Spoken English & Pronunciation কোর্সটি। ছাত্রছাত্রী, চাকরিজীবী, গৃহিণী, বিদেশগামি, চাকরিপ্রার্থী যে কারো জন্য এই কোর্সটি একটি উপযুক্ত কোর্স এবং TalentHut এর সাবচাইতে জনপ্রিয় কোর্স এটি। আমাদের method class, practice session, presentation নিয়ে সাজানো হয়েছে এই অসম্ভব সুন্দর কোর্সটি। তবে যারা অলস, শুধু কোর্স করেই ইংরেজিতে কথা বলতে চান, তারা এই কোর্সে না আসাই ভালো, কারন আমাদের Practice assignment এতো বেশি থাকে যে, এগুলো করতে করতে একজন শিক্ষার্থী সহজেই Fluent Speaker হয়ে যায়। আর যারা একটু introvert তাদের জন্যও এই কোর্স নয়, কারন আমরা প্রায় ৭০-৮০ টি প্রেজেন্টেশন করাই যা অনলাইন গ্রুপে সাবমিট করতে হয়। তাই ইংরেজিতে কথা বলা শিখতে চান কিন্তু চুপচাপ থাকতে চান, প্রেজেন্টেশন দিতে চান না, লজ্জা বোধ করেন, ইংরেজি শিখছেন এটা কেও দেখে ফেললে লজ্জা লাগে, এমন কেও আমাদের কোর্সে আসবেন না। কারন আপনি শুধু যেকোনো প্রতিষ্ঠানে কোর্স বা ক্লাসই করতে পারবেন, কিন্তু কোনোদিন ইংরেজিতে কথা বলতে পারবেন না। তাই আমাদের Assignment 100% করতে পারবেন, এমনরাই এই কোর্সে আসুন। আমরা আপনাকে ইংরেজিতে fluently কথা বলাইয়াই ছাড়বো ইনশাল্লাহ। 

এই কোর্স যেহেতু সকল শ্রেণীর জন্য, তাই তাদের উপযোগী করে আমরা এই কোর্সের সিলেবাস নির্ধারণ করেছি।

  • English Pronunciation
  • Tongue Twister Practice
  • Question Making & Answer skill
  • Topic-based Short & Long presentation
  • 12000 question-answer practices for fluency
  • Common expressions used by Native speakers
  • Job interview skill
  • English Presentation Competition

এই কোর্সের ক্লাস আমরা অনলাইন এবং অফলাইন দুইভাবেই করিয়ে থাকি। অফলাইনে আমাদের যেকোনো শাখাতে আসতে হবে কোর্সের জন্য। তবে ভর্তি অনলাইনেই হতে হবে। আর অনলাইনের ক্ষেত্রে আমরা সাধারণত Skype video call বা Google meet এর মাধ্যমে এই কোর্স করিয়ে থাকি। ভবিষ্যতে আমরা আমাদের এই সাইটেই ভিডিও কল এর মাধ্যমে ক্লাস করার সুযোগ করে দিবো। Course Materials/Book সফট/PDF কপি দেয়া হবে তবে কোন Hard copy বই প্রদান করা হলে সেক্ষেত্রে বই এর দাম কোর্স ফি এর সাথে যুক্ত হবে।

  • Course Duration: 2 Months
  • Total Class: 24 classes
  • Weekly class: 3 days
  • Class duration: 60 to 90 minutes
  • Practice Session: 6 days in a week
  • Practice session duration: 60-90 hours
  • Students per batch: 10-20
  • Repetition: One time only
  • Class schedule: Notification through Email/Dashboard.
  • Course Platform: Online & Offline

কোর্সটি সাখাওয়াত স্যার এর তত্ত্বাবধানে এবং আরিফ  ও প্রত্যয় স্যার এর মেথড ক্লাসে আমাদের অনলাইন এবং অফলাইন দুভাবেই করানো হচ্ছে। অফলাইনে দুরের ছাত্রছাত্রীদের হোস্টেল ম্যানেজ করে দেয়া হয়। অফলাইনে আমাদের উত্তরা এবং গাজীপুর দু শাখাতেই ভর্তি চলছে। আমাদের Practice session পরিচালনা করবেন সাখাওয়াত স্যার যেখানে ৬০-১০০ ঘণ্টার Practice assignment থাকবে, আর মেথড ক্লাস নিবেন TalentHut এর জনপ্রিয় শিক্ষক আরিফ স্যার। তাই পরবর্তী ব্যাচের জন্য এখনই enroll করুন।

  • আমাদের এই কোর্সটির সাথে ফ্রি থাকবে ৬ মাসের ফ্রি Practice Club/Lanuguage club membership যেখানে একজন শিক্ষার্থী কোর্সে enrol করার সাথে সাথেই আমাদের এই online language club-এ একজন অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত ইংরেজিতে কথা বলার চর্চা করে যাবে সপ্তাহে ৬ দিন ১ থেকে ১.৩০ ঘণ্টা করে।
  • মাসিক English Presentation & Debate Competion and reward program আয়োজন করা হবে অনলাইনে এবং সেখান থেকে ভালো বক্তা বাছাই করে আমাদের অনলাইন প্লাটফর্মে (Youtube/Facebook)-এ Presentation দেয়ার সুযোগ করে দেয়া হবে।
  • এই কোর্সটি করার পরে যে দক্ষতাগুলো আসবেঃ

    • যেকোনো মানুষের সাথে অনর্গল ইংরেজিতে কথা বলে যেতে পারবে।
    • বিদেশিদের কথা শুনে বুজতে পারবে।
    • ইংরেজিতে লিখার ক্ষেত্রে সাহায্য করবে।
    • ভবিষ্যতে উচ্চশিক্ষা, বিশ্ববিদ্যালয় বা সরকারি চাকরীর পড়ার ক্ষেত্রে ৯০% সাহায্য করবে।
    • সঠিক উচ্চারনে ইংরেজি বলতে পারবে।
    • ইংরেজির ভিত্তি মজবুত হবে যার ফলে ভবিষ্যতে ইংরেজি ভাষার পরীক্ষা যেমন, SAT, IELTS, TOEFL, GRE, GMAT ইত্যাদি অল্প প্রস্তুতিতেই ভালো করতে পারবে।

আমাদের জানুয়ারি প্রথম সপ্তাহ থেকে যে ব্যাচগুলর ভর্তি চলছে, অফলাইন (উত্তরা শাখা) – রবি-মঙ্গল-বৃহস্পতি সকাল ১১টা , অনলাইনঃ রবি-মঙ্গল-বৃহস্পতি সন্ধ্যা ৭ টা। আর গাজীপুর শাখাতে ভর্তি হতে চাইলে এই নম্বর গুলোতে যোগাযোগ করুন। ভর্তির জন্য যোগাযোগ করুন ০১৬১১২৩৭৭৩২/০১৬১১২৩৭৭৩৪ নম্বরে বা এই পেইজের (Registration button) – এ ক্লিক করুন।

  • যদি কারো শুধু ইংরেজিতে কথা বলাতে দক্ষতা না এনে Zero লেভেল থেকে IELTS পর্যন্ত বাকি স্কিল গুলোতে পরিপূর্ণ দক্ষতা নিয়ে আসতে চান তবে আমাদের ৬ মাস মেয়াদি এই ফুল কোর্সটি করতে করতে পারেন। 

    • কোর্সের বিস্তারিত এই লিঙ্কে পাবেনঃ

উত্তরঃ আমরা Covid-19 এর পর থেকে অনলাইনে নিয়মিত ক্লাস করাচ্ছি এবং এখন পর্যন্ত সফলভাবে প্রায় ৫০+ ব্যাচ অনলাইনে সম্পন্ন করেছি। প্রত্যেক ছাত্রছাত্রি আমাদের অনলাইন কোর্সে খুশি, কারন তারা ভালো সার্ভিস পেয়েছে কিন্তু তাদের সময় ও অর্থ দুটোই বেঁচে গিয়েছে অনলাইনের কারণে। আর ঢাকা শহরে যে জ্যাম আমাদেরকে পোহাতে হয়। সেটা থেকেও লাগব হয় আমাদের অনলাইনের কোর্সে। তাছাড়া আমরাই যেহেতু ৬ মাস+ সময় চর্চার সুযোগ অনলাইনে করে দেই, তাই কারো কোর্স নিয়ে কোন সমস্যা থাকে না। আর যারা বেশি ব্যাস্ত, যেমন, চাকরিজীবী, গৃহিণী, বিদেশে থাকেন এমন কেও সহজেই অনলাইনে কোর্সটি করে নিতে পারেন। আমরা যে অফলাইনে করাই না, তা নয়। যাদের অফলাইনে সুযোগ আছে তারা অফলাইনে করবেন। সার্ভিস কিন্তু দুটোর একই। তাছাড়া আমরা অফলাইনে মেথড ক্লাস করালেও, চর্চার সেশন অনলাইন এবং অফলাইন মিলিয়েই হয়।

উত্তরঃ আমরা Course Fee & Course quality কোনটিতেই ছাড় দেই না। ভালো কিছু পেতে হলে দাম দিয়েই পেতে হবে। এমিটিশনের দামে কখনো স্বর্ণ পাওয়া যায় না। যদি কেও সেটা অফারও করে তবে সেখানে অবশ্যই সমস্যা আছে।

উত্তরঃ জী অবশ্যই করা যাবে। যে কেও চাইলে এই কোর্স অফলাইন বা অনলাইন যেকোনো মাধ্যমে করতে পারবেন।

উত্তরঃ না। তবে ৩ বার পর্যন্ত আমরা করার সুযোগ করে দিবো। আসলে আমাদের সেশন কেও যদি ৯০% ও অনুসরণ করে তবে এটার দরকার হবে না। আমাদের TalentHut Facebook Page -এ ছাত্রছাত্রীদের ভিডিওগুলো দেখলে ধারনা পাবেন।

উত্তরঃ হ্যা, যদি আমাদের ব্যাচ সীটের ৮০% হয়েও কোন গ্রুপ হয়ে আসেন বা কর্পোরেট চুক্তিতে আসতে চান, আমরা সার্ভিস দিতে পারবো অনলাইন বা অফলাইন দুটো মাধ্যমেই।

উত্তরঃ হ্যা, তবে আমাদের এই কোর্সে ভর্তির কিছু নিয়ম আছে, যেমন, আমরা যেকোনো সময় ভর্তি নিয়ে থাকি, তবে ভর্তি হওয়ার সাথে সাথে মেথড ক্লাস দেই না। সাখাওয়াত স্যার এর Practice session -এ আগে জয়েন করতে হয়, তারপর উনার দায়িত্বে কিছুদিন চর্চা করার পরে উনি recommend করলে ক্লাসে এড করা হয়ে থাকে। সেক্ষেত্রে বলা যায়, যেদিন ভর্তি হবেন তার ৪৮ ঘণ্টার মধ্যে সেশন পেয়ে যাবেন। 

উত্তরঃ হ্যা, অফলাইনও একই ফি। আর আমাদের নিজস্ব কোন হোস্টেল নেই। তবে আমাদের উত্তরা এবং গাজীপুর অফিসের আশেপাশে অনেক ছাত্র/ছাত্রি হোস্টেল আছে যেখানে আপনি চাইলে আপনার সামর্থ্য অনুযায়ী থাকতে পারবেন। আপনি চাইলে আমরাই ম্যানেজ করে দিবো।