(one time)
যাদের পরিশ্রম করার ইচ্ছে আছে, ইংরেজিতে কথা বলার জন্য দৈনিক ২-৪ ঘণ্টা সময় দিতে পারবেন, এবং সত্যিকার অর্থেই ইংরেজিতে কথা বলা এবং উচ্চারনে দক্ষতা নিয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য এই Spoken English & Pronunciation কোর্সটি। ছাত্রছাত্রী, চাকরিজীবী, গৃহিণী, বিদেশগামি, চাকরিপ্রার্থী যে কারো জন্য এই কোর্সটি একটি উপযুক্ত কোর্স এবং TalentHut এর সাবচাইতে জনপ্রিয় কোর্স এটি। আমাদের method class, practice session, presentation নিয়ে সাজানো হয়েছে এই অসম্ভব সুন্দর কোর্সটি। তবে যারা অলস, শুধু কোর্স করেই ইংরেজিতে কথা বলতে চান, তারা এই কোর্সে না আসাই ভালো, কারন আমাদের Practice assignment এতো বেশি থাকে যে, এগুলো করতে করতে একজন শিক্ষার্থী সহজেই Fluent Speaker হয়ে যায়।
এই কোর্স যেহেতু সকল শ্রেণীর জন্য, তাই তাদের উপযোগী করে আমরা এই কোর্সের সিলেবাস নির্ধারণ করেছি।
এই কোর্সের ক্লাস আমরা অনলাইন এবং অফলাইন দুইভাবেই করিয়ে থাকি। অফলাইনে আমাদের যেকোনো শাখাতে আসতে হবে কোর্সের জন্য। তবে ভর্তি অনলাইনেই হতে হবে। আর অনলাইনের ক্ষেত্রে আমরা সাধারণত Skype video call বা Google meet এর মাধ্যমে এই কোর্স করিয়ে থাকি। ভবিষ্যতে আমরা আমাদের এই সাইটেই ভিডিও কল এর মাধ্যমে ক্লাস করার সুযোগ করে দিবো। Course Materials/Book সফট/PDF কপি দেয়া হবে তবে কোন Hard copy বই প্রদান করা হলে সেক্ষেত্রে বই এর দাম কোর্স ফি এর সাথে যুক্ত হবে।
কোর্সটি সাখাওয়াত স্যার এর তত্ত্বাবধানে এবং আরিফ ও প্রত্যয় স্যার এর মেথড ক্লাসে আমাদের অনলাইন এবং অফলাইন দুভাবেই করানো হচ্ছে। অফলাইনে দুরের ছাত্রছাত্রীদের হোস্টেল ম্যানেজ করে দেয়া হয়। অফলাইনে আমাদের উত্তরা এবং গাজীপুর দু শাখাতেই ভর্তি চলছে। আমাদের Practice session পরিচালনা করবেন সাখাওয়াত স্যার যেখানে ৬০-১০০ ঘণ্টার Practice assignment থাকবে, আর মেথড ক্লাস নিবেন TalentHut এর জনপ্রিয় শিক্ষক আরিফ স্যার। তাই পরবর্তী ব্যাচের জন্য এখনই enroll করুন।
এই কোর্সটি করার পরে যে দক্ষতাগুলো আসবেঃ
আমাদের জানুয়ারি প্রথম সপ্তাহ থেকে যে ব্যাচগুলর ভর্তি চলছে, অফলাইন (উত্তরা শাখা) – রবি-মঙ্গল-বৃহস্পতি সকাল ১১টা , অনলাইনঃ রবি-মঙ্গল-বৃহস্পতি সন্ধ্যা ৭ টা। আর গাজীপুর শাখাতে ভর্তি হতে চাইলে এই নম্বর গুলোতে যোগাযোগ করুন। ভর্তির জন্য যোগাযোগ করুন ০১৬১১২৩৭৭৩২/০১৬১১২৩৭৭৩৪ নম্বরে বা এই পেইজের (Registration button) – এ ক্লিক করুন।
যদি কারো শুধু ইংরেজিতে কথা বলাতে দক্ষতা না এনে Zero লেভেল থেকে IELTS পর্যন্ত বাকি স্কিল গুলোতে পরিপূর্ণ দক্ষতা নিয়ে আসতে চান তবে আমাদের ৬ মাস মেয়াদি এই ফুল কোর্সটি করতে করতে পারেন।
উত্তরঃ আমরা Covid-19 এর পর থেকে অনলাইনে নিয়মিত ক্লাস করাচ্ছি এবং এখন পর্যন্ত সফলভাবে প্রায় ৫০+ ব্যাচ অনলাইনে সম্পন্ন করেছি। প্রত্যেক ছাত্রছাত্রি আমাদের অনলাইন কোর্সে খুশি, কারন তারা ভালো সার্ভিস পেয়েছে কিন্তু তাদের সময় ও অর্থ দুটোই বেঁচে গিয়েছে অনলাইনের কারণে। আর ঢাকা শহরে যে জ্যাম আমাদেরকে পোহাতে হয়। সেটা থেকেও লাগব হয় আমাদের অনলাইনের কোর্সে। তাছাড়া আমরাই যেহেতু ৬ মাস+ সময় চর্চার সুযোগ অনলাইনে করে দেই, তাই কারো কোর্স নিয়ে কোন সমস্যা থাকে না। আর যারা বেশি ব্যাস্ত, যেমন, চাকরিজীবী, গৃহিণী, বিদেশে থাকেন এমন কেও সহজেই অনলাইনে কোর্সটি করে নিতে পারেন। আমরা যে অফলাইনে করাই না, তা নয়। যাদের অফলাইনে সুযোগ আছে তারা অফলাইনে করবেন। সার্ভিস কিন্তু দুটোর একই। তাছাড়া আমরা অফলাইনে মেথড ক্লাস করালেও, চর্চার সেশন অনলাইন এবং অফলাইন মিলিয়েই হয়।
উত্তরঃ আমরা Course Fee & Course quality কোনটিতেই ছাড় দেই না। ভালো কিছু পেতে হলে দাম দিয়েই পেতে হবে। এমিটিশনের দামে কখনো স্বর্ণ পাওয়া যায় না। যদি কেও সেটা অফারও করে তবে সেখানে অবশ্যই সমস্যা আছে।
উত্তরঃ জী অবশ্যই করা যাবে। যে কেও চাইলে এই কোর্স অফলাইন বা অনলাইন যেকোনো মাধ্যমে করতে পারবেন।
উত্তরঃ না। তবে ৩ বার পর্যন্ত আমরা করার সুযোগ করে দিবো। আসলে আমাদের সেশন কেও যদি ৯০% ও অনুসরণ করে তবে এটার দরকার হবে না। আমাদের TalentHut Facebook Page -এ ছাত্রছাত্রীদের ভিডিওগুলো দেখলে ধারনা পাবেন।
উত্তরঃ হ্যা, যদি আমাদের ব্যাচ সীটের ৮০% হয়েও কোন গ্রুপ হয়ে আসেন বা কর্পোরেট চুক্তিতে আসতে চান, আমরা সার্ভিস দিতে পারবো অনলাইন বা অফলাইন দুটো মাধ্যমেই।
উত্তরঃ হ্যা, তবে আমাদের এই কোর্সে ভর্তির কিছু নিয়ম আছে, যেমন, আমরা যেকোনো সময় ভর্তি নিয়ে থাকি, তবে ভর্তি হওয়ার সাথে সাথে মেথড ক্লাস দেই না। সাখাওয়াত স্যার এর Practice session -এ আগে জয়েন করতে হয়, তারপর উনার দায়িত্বে কিছুদিন চর্চা করার পরে উনি recommend করলে ক্লাসে এড করা হয়ে থাকে। সেক্ষেত্রে বলা যায়, যেদিন ভর্তি হবেন তার ৪৮ ঘণ্টার মধ্যে সেশন পেয়ে যাবেন।
উত্তরঃ হ্যা, অফলাইনও একই ফি। আর আমাদের নিজস্ব কোন হোস্টেল নেই। তবে আমাদের উত্তরা এবং গাজীপুর অফিসের আশেপাশে অনেক ছাত্র/ছাত্রি হোস্টেল আছে যেখানে আপনি চাইলে আপনার সামর্থ্য অনুযায়ী থাকতে পারবেন। আপনি চাইলে আমরাই ম্যানেজ করে দিবো।