Call Agent
(9am to 10pm-BD)

01611-237732

English Language Teaching (Zero to ELT)

Course Instructor

Md Shakhawat Hossain

Founder Director, TalentHut

English Language Teaching (Zero to ELT)

English Language Teaching (ELT) এ ক্যারিয়ার গড়তে চাচ্ছেন এমন ছাত্রছাত্রীদের জন্য এই কোর্স। তবে এই কোর্সের একটু ভিন্নতা আছে, তা হল, যারা ইংরেজি ভাষাতে একেবারে জিরো তাদের জন্য এই কোর্সটি ডিজাইন করা। অর্থাৎ জিরো লেভেল থেকে শুরু করে ১ বছরের মধ্যে ইংরেজি ভাষা শিক্ষকতাতে ক্যারিয়ার গড়তে চাচ্ছেন, এমন মানুষের জন্য আমরা এই কোর্সটি তৈরি করেছি। এখানে প্রথমে ইংরেজি ভাষাতে দক্ষতা আনবো এরপর শিক্ষকতার উপরে ট্রেনিং চলবে। যদি আমাদের সবগুলো লেভেলে ভালো করে তবে আমাদের প্রতিষ্ঠানে ইন্টার্ন করার সুযোগ পাবে।

কমপক্ষে HSC or Diploma থাকলেই আপনি এই কোর্সটি করার জন্য যোগ্য হতে পারেন। এর বেশি থাকলে আপনার ক্যারিয়ার জন্যই ভালো।

১। সারা বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ, তাই এই গ্লোবাল ভিলেজে এখন একটি কমন ভাষাই ব্যবহার হয়, আর তা হল ইংরেজি। এই করানে আরও বেশি মানুষ ভবিষ্যতে ইংরেজি শিখবে এবং অনেক অনেক ইংরেজি শিক্ষক দরকার হবে।

২। শুধু বাংলাদেশেই এটা এখন একটা বড় ইন্ডাস্ট্রি, আর যদি বিশ্ব চিন্তা করি, তাহলে তো এর চাইতে বড় ক্যারিয়ার তৈরির সুযোগ আর কিছুতে নেই।

৩। এটা দিয়ে যেমন একজন ফ্রিল্যান্স শিক্ষক হিসেবে কাজ করা যায় ঠিক তেমনি আবার পাওয়া যায় হ্যান্ডসাম সেলারি যুক্ত চাকরি।

৪। বর্তমানে শুধু বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা থেকেই হাজার হাজার শিক্ষক অনলাইন বা অফলাইনে Canada, Australia, USA, China, Japan সহ অন্যান্য উন্নত দেশগুলোতে চাকরি করছে ইংরেজি ভাষার শিক্ষক হিসেবে।

৫। বাংলাদেশে সরকারি এবং বেসরকারি ও অনেক কর্পোরেট অফিসে এখন খন্দকালিন বা চুক্তিভিত্তিক ইংরেজি ভাষার শিক্ষক নেয়া হচ্ছে। 

৬। এটি বলা হয়, একটি স্মার্ট পেশার চাকরী।

৭। অনেকেই চাইলে নিজের এলাকা বা কমিউনিটিতে এই ট্রেনিং নিয়ে নিজেই প্রতিষ্ঠান দিয়ে শিক্ষকতা করে ভালো আয় করতে পারবে। 

এই কোর্সটি মূলত ৩ টি ভাগে বিভক্ত। ১। ইংরেজি ভাষার উপরে দক্ষতা অর্জন, ২। শিক্ষকতার হাতে কলমে ট্রেনিং এবং ৩। হল internship এর মাধ্যমে সরাসরি ক্লাস নেয়ার অভিজ্ঞতা।

Part-1: আমরা Level-1 to Level-3 কোর্সগুলোর মাধ্যমে Speaking, Reading, Writing, Listening, Pronunciation & Grammar এই ৬ টি স্কিল ৬ মাসে উন্নত করাবো। (তবে কেও যদি IELTS দিতে চায়, তবে অতিরিক্ত IELTS এর ফী এই কোর্স ফী এর সাথে যুক্ত হবে।)

Part-2: Teachers Training চলবে Part-1 শেষ করার পরে। এই ট্রেনিং এর মেয়াদ ২ মাস।

Part-3: প্রথম দুটো পার্ট শেষ করে চলবে internship যা চলবে টানা ৪ মাস। এখানে আমরাই ক্লাস নেয়ার ব্যবস্থা করে দিবো যাতে ক্লাস নেয়ার মাধ্যমে আপনার অভিজ্ঞতা তৈরি হয়।

 

  • এই কোর্সটি করার পরে যে দক্ষতাগুলো আসবেঃ

    • ইংরেজিতে Speaking, Reading, Writing, Listening, Pronunciation & Grammar skill আসবে।
    • ইংরেজিতে উপস্থাপনের দক্ষতা আসবে।
    • অনলাইন এবং অফলাইনে ইংরেজিতে ক্লাস নেয়ার টেকনিক্যাল ধারনা তৈরি হবে।
    • ইংরেজিতে শিক্ষকতা করার অভিজ্ঞতা এবং দক্ষতা আসবে।
    • ইংরেজি ভাষা শিক্ষক হিসেবে ক্যারিয়ার প্ল্যান, কি কি সার্টিফিকেট নেয়া যায়, বিদেশি ডিগ্রীগুলো কিভাবে নেয়া যাবে তার দক্ষতা তৈরি হবে।

১। কোর্স টি কি অনলাইনে ভালো হবে?

উত্তরঃ আমরা Covid-19 এর পর থেকে অনলাইনে নিয়মিত ক্লাস করাচ্ছি এবং এখন পর্যন্ত সফলভাবে অনেক ছাত্রছাত্রীকে অনলাইনে সম্পন্ন করেছি। প্রত্যেক ছাত্রছাত্রি আমাদের অনলাইন কোর্সে খুশি, কারন তারা ভালো সার্ভিস পেয়েছে কিন্তু তাদের সময় ও অর্থ দুটোই বেঁচে গিয়েছে অনলাইনের কারণে। আর ঢাকা শহরে যে জ্যাম আমাদেরকে পোহাতে হয়। সেটা থেকেও লাগব হয় আমাদের অনলাইনের কোর্সে। তাছাড়া আমরাই যেহেতু ৬ মাস+ সময় চর্চার সুযোগ অনলাইনে করে দেই, তাই কারো কোর্স নিয়ে কোন সমস্যা থাকে না।

২। কোর্স ফি কি ছাড় দেয়া যাবে?

উত্তরঃ আমরা Course Fee & Course quality কোনটিতেই ছাড় দেই না। ভালো কিছু পেতে হলে দাম দিয়েই পেতে হবে। এমিটিশনের দামে কখনো স্বর্ণ পাওয়া যায় না। যদি কেও সেটা অফারও করে তবে সেখানে অবশ্যই সমস্যা আছে।

৩। আমি অফলাইনে করবো। কোন সুযোগ আছে কি?

উত্তরঃ জী না এই কোর্সটি অফলাইনে করার সুযোগ নেই।

৪। আমি কি কোর্সটি বার বার একই ফি দিয়ে করতে পারবো?

উত্তরঃ জী পারবেন।