40000 tk
(দৈনিক ৩ ঘণ্টা করে টানা ৬ মাস ক্লাস)
(বিঃদ্রঃ আপনার সময় নষ্ট যাতে না হয়, তাই বিস্তারিত পড়ার আগে কিছু কথা। এই কোর্সটি একটি দামি কোর্স। কেন দামি তা বিস্তারতি পড়লে ধাপে ধাপে জানতে পারবেন। যারা সরাসরি আগে কোর্স ফি খুজেন তারা এখানেই থেমে যান, কারন আমরা খাঁটি স্বর্ণ বিক্রয় করি এবং তা আপনাকে স্বর্ণের দামেই কিনতে হবে। আপনি চাইবেন স্বর্ণ কিন্তু দিতে চাইবেন এমিটিশন এর দাম তাহলে আর বাকি বিস্তারিত না পড়াই ভালো। আমরা কোন fake commitment করি না, তাই লোভনীয় কোন অফার আমাদের কাছে নেই, আমরা আপনার পেছনে খাটবো, এতে আপনার ঘাম ঝরবে সাথে আমাদেরও ঝরবে। এবং আমাদের এই শ্রমের ও সময়ের মূল্য আপনাকে দিতেই হবে।)
এই IELTS Contractual Online বা English (Basic to Advance) with One to One care কোর্সটি TalentHut এর একটি বিশেষ কোর্স যেটি আমাদের Director & 17 years IELTS teaching experienced শিক্ষক সাখাওয়াত স্যার এর তত্ত্বাবধানে হয়, যিনি কেবলমাত্র ইংরেজিতে বেশি দুর্বল এমন ছাত্রছাত্রি এবং সময় নিয়ে পরিপূর্ণ দক্ষতা নিয়ে আসতে চাচ্ছেন অথবা ইংরেজিতে দুর্বল হওয়ার সত্ত্বেও IELTS -এ অনেক ভালো ফলাফল চাচ্ছেন এমন ছাত্রছাত্রিদের IELTS support সহ ইংরেজি ভাষাতে দক্ষতা নিয়ে কাজ করেন এবং এটি একটি প্রাইভেট কোর্স হিসেবেই উনি করান। এই কোর্স যারা করতে ইচ্ছুক সবাইকে উনি ভর্তি করান না, অর্থাৎ শুধু ফি দিলেই ভর্তি হওয়া যাবে না। এই কোর্সে ভর্তির আগে কিছু শর্ত আছে, তা মেনে আসতে হবে। তাই এই কোর্স নিয়ে উনার নিজের বক্তব্য এবং শর্তগুলো এখানে দেয়া হল, পুরোটি পড়ার পর ভালো লাগলে কোর্সের জন্য রেজিস্ট্রেশন করুন। প্রয়োজনে এই কোর্স সম্পর্কে কোন বক্তব্য থাকলে সরাসরি স্যার এর সাথে কথা বলতে পারেন। এই কোর্সটি অফলাইনেও করানো হয়।
কোর্সটি মোট ৫ টি লেভেলে ভাগ করা হয়েছে, এর মধ্যে লেভেল ১ থেকে ৩ পর্যন্ত বেসিক উন্নত করার লেভেল আর ৪ এবং ৫ মুলতঃ IELTS এর জন্য। এখানে উল্লেখ্য যে, আমার কাছে বিভিন্ন লেভেলের ছাত্রছাত্রী আসে, যেমন ইংরেজি রিডিং পড়তে পারে না ভালোভাবে এমন আসে আবার কিছু স্পিকিং পারে এমনও আসে। আমি যার যার লেভেল অনুযায়ী তাকে গাইড করি। আমাদের এই কোর্সের সর্বনিম্ন ৬.৫ এর টার্গেট নিয়ে কাজ করি, উপরে যার যা টার্গেট সেটা উঠানো পর্যন্ত সাপোর্ট দিয়ে থাকি। আর অনেকেই IELTS দিতে চাচ্ছেন না, শুধু ইংরেজি ভাষা উন্নত করতে চাচ্ছেন। তাদের জন্য এই কোর্স একটি বেস্ট কোর্স হবে, এই টুকু আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই খরচ এক মুঠে একটু বেশি মনে হলেও, এই কোর্স আপনি নিশ্চিত থাকেন, বাংলাদেশে একটিই এবং ফলাফল আসবেই। নিচে প্রত্যেকটি লেভেলের ফি সহ বিস্তারিত দেয়া হল। প্রত্যেকটি লেভেল এর বাটনে ক্লিক করলে বিস্তারিত জানতে পারবেন।
কোর্সটি ফুল টাইম এবং পার্ট টাইম দু ভাবেই করা যাবে। ফুল টাইম অফলাইনে এবং পার্ট টাইমে আপনি অনলাইনে করতে পারবেন। পার্ট টাইম এর ক্ষেত্রে আমাদের ক্লাস শিডিউল হয় সাধারণত রাত ৮টা থেকে ১১ টা পর্যন্ত। এই পুরো সময়টি ১-২ জন শিক্ষক আপনাদের সাথে থাকবে।
–FB ID:
প্রতিটি লেভেল এক থেকে দেড় মাস করে। এটা নির্ভর করে ছাত্রছাত্রীদের চর্চা এবং ফিডব্যাকের উপরে। যেহেতু এটি অনলাইন কোর্স তাই ছাত্রছাত্রীদের Full control আমাদের হাতে থাকেনা। আমাদের কাজ সময় মত করে দিলে ১ মাস আর দেরি হলে দেড় মাস সময় লাগে। সেই হিসেবে, ৬-৯ মাস লাগবে অনলাইনে আমাদের এই কোর্সটি শেষ করতে। অফলাইনে আমরা দৈনিক ৬ ঘণ্টা ক্লাস নিয়ে থাকি, আর অনলাইনে ৩ ঘণ্টা। অফলাইনে ৬ মাস বা তার কম সময় লাগে শেষ করতে আর অনলাইনে ৬-৯ মাস। সাধারণত লেভেল-১ থেকে ৩ পর্যন্ত প্রতিটি লেভেল এক থেকে দেড় মাস করে, এরপর লেভেল-৪ মানে IELTS, ৩ মাস এবং মক টেস্ট ১ মাস। প্রতিটি লেভেল কি কি করানো হয় তা নিচের লেভেল বার গুলোতে ক্লিক করলে জানতে পারবেন।
Method class ২৪ টি এবং Practice class প্রতিদিন ২ ঘণ্টা করে।
৩০ টি ভিডিও প্রেজেন্টেশন দিতে হবে আমাদের প্রাইভেট গ্রুপে।
১৫ ঘণ্টা রিডিং উচ্চারন করে পড়ার চর্চা এবং ১৫ ঘণ্টা রিডিং বুঝে বুঝে পড়ার চর্চা একজন শিক্ষক এর তত্ত্বাবধানে।
একবারে জিরো লেবেল থেকে Basic Conversation group practice চলবে। ২৬ ঘণ্টা বা ২৬ দিন।
২৬ টি অডিও লিসেনিং এসাইনমেন্ট থাকবে।
এই লেভেলে যে স্কিল গুলো উন্নত হবেঃ
Method class ২৪ টি গ্রামার এবং রাইটিং এর উপরে সাথে দৈনিক ২ ঘণ্টা করে চর্চা।
২৪ টি ফ্রিহ্যান্ড রাইটিং এসেসমেন্ট।
৩০ টি প্রেজেন্টেশন আমাদের প্রাইভেট গ্রুপে দিতে হবে।
৩০ টি অডিও লিসেনিং assignment থাকবে।
Reading Passage বুঝে বুঝে পড়ার চর্চা হবে ১৫ ঘণ্টা
এই লেভেলে যে স্কিল গুলো উন্নত হবেঃ
Method class ২৪ টি
৫৭ টি রিডিং ওয়ার্কশীট এসাইনমেন্ট থাকবে (PCU),
৬০ টি লিসেনিং ওয়ার্কশীট এসাইনমেন্ট থাকবে (PCU),
৩৬ টি রিডিং প্যাসেজ চর্চা।
এই লেভেলে যে স্কিল গুলো উন্নত হবেঃ
Method class ৩৬ টি।
১২০ ঘণ্টা IELTS speaking চর্চা এবং ভিডিও প্রেজেন্টেশন,
সেকশন অনুসারে লিসেনিং প্রশ্ন-উত্তর চর্চা,
১৪৪ টি IELTS reading প্রশ্ন-উত্তর এসাইনমেন্ট থাকবে,
২৮ টি IELTS writing এসাইনমেন্ট থাকবে,
১১২ টি IELTS listening এসাইনমেন্ট থাকবে।
এই লেভেলে যে স্কিল গুলো উন্নত হবেঃ
ফীঃ ১০০০ টাকা (প্রতিটি মক টেস্ট)
২০ টি মক টেস্ট ফ্রি আমাদের শুধু IELTS course এর ছাত্রছাত্রীদের জন্য,
৩০ টি মক টেস্ট ফ্রি আমাদের (Basic + IELTS course) এর ছাত্রছাত্রীদের জন্য,
আমাদের কাছে কোর্স করেনি এমন কেও মক টেস্ট দিতে পারবে সেক্ষেত্রে ফি পরবে প্রতিটি মক টেস্ট ১০০০ টাকা করে।
খরচটি নির্দিষ্ট বা ফিক্স বলা যায় না তারপরও আনুমানিক ধারনা দিচ্ছি ২০২২ সালের জন্য(কোর্স শুরু করা থেকে পরিক্ষা দেয়া পর্যন্ত), পরবর্তী প্রতি বছরই খরচ বাড়বে, এখানে উল্লেখ্য যে নিচে যে খরচ দেখানো হয়েছে তা আমাদের কোর্স ফি সহ আপনার IELTS পরীক্ষা দেয়া পর্যন্ত কত যেতে পারে তা। নিচের আমার কোর্স ফি বাদে যে খরচ দেখানো হয়েছে তা আপনি নিজে প্রস্তুতি নিলেও লাগবে অথবা অন্য প্রতিষ্ঠান বা শিক্ষকের কাছে নিলেও একই খরচ লাগবে।
আমাদের কোর্স ফি: কোর্সটি এর মাধ্যমে কোর্স ফি ৪০,০০০/- + Course materials ২০০০/- টাকা তে করার সুযোগ থাকবে এবং ২ বা ৩ কিস্তিতে টাকা দেয়া যাবে।
সাথে অন্যান্য যে খরচগুলো হতে পারে, IELTS registration fee: ১৮৭৫০/- (২০২২ এর জন্য)
Update IELTS registration fee, dates and venue details: Click here
একমুঠে টাকাটা বেশিই দেখাচ্ছে। আসুন একটু math করি, যেকোন প্রর্তিষ্ঠানে কোন বেসিক কোর্স ছাড়াই আপনি শুধুমাত্র IELTS কোর্স করলে কোর্স ফি ৮০০০/- থেকে ১৭,০০০/- পর্যন্ত নিয়ে থাকে। যদি সবর্নিম্ন ৮০০০/- ও ফি ধরি তবে, ২৮টি ক্লাস * ১ ঘন্টা = ২৮ ঘন্টা, এবার ৮০০০/- কে ২৮ ঘন্টা দিয়ে ভাগ দিলে ঘন্টাপ্রতি ফি আসে সর্বনিম্ন ২৮৫/- । তারপরও কোর্স ক্লাস শেষ হলে আর কোন সাপোর্ট পাচ্ছেন না।
আর আমরা সর্বনিম্ন দিচ্ছি ১৮০ দিন(৬ মাস) * ক্লাসসহ ২ ঘন্টা প্রতিদিন সাপোর্ট = ৩৬০ ঘন্টা, ৪০,০০০/- কে ভাগ দিলে ঘন্টা প্রতি আসে ১১১/- যা অন্যান্য প্রতিষ্ঠানের সবর্নিম্ন ফি থেকেও কম। তারপর আবার আমরা বেসিক improve করাবো, IELTS দেয়ার আগ পর্যন্ত সাপোর্ট দিয়ে যাবো এবং কারো যদি ৮ বা ১২ মাসও প্রয়োজন হয় তবে আমাদেরকে আর কোন ফি দেয়ার প্রয়োজন নেই। বাকিটা আপনিই চিন্তা করুন। তাছাড়া অনেক এজেন্সি প্রলোভন দেখিয়ে IELTS ছাড়া বিদেশে ছাত্র পাঠায় এবং তা বেশিরভাগ ক্ষেত্রে Embassy থেকে reject হয়ে যায়, আর যদিও ২/১ জন যেতে পারে তাদের কাছ থেকে স্বাভাবিক এর চাইতে ৮/১০ লাখ টাকা বেশি নেয়। কারন বিদেশে যেয়ে আবার তাকে IELTS এর মতই একটি কোর্স (ESL)- ৬ মাসের করতে হয় যা বিশ্ববিদ্যালয় ভেদে বাংলাদেশি টাকায় সর্বনিম্ন ৪ লাখ থেকে ৬ লাখ পর্যন্ত হয়ে থাকে। তাই বিদেশে যেয়ে ৬ লাখ খরচ করার চাইতে দেশেই ৫০ হাজার টাকা খরচ করে দেশি শিক্ষকের কাছে কোর্স করা ভালো কারন আপনি সবকিছু তার সাথে শেয়ার করতে পারছেন। কিন্তু বিদেশে তা পারছে না।
তাছাড়া আমরা ৩ মাসের IELTS (Full course) কোর্সে ফি আরও কম মানে মাত্র ১৫০০০/- টাকা নিয়ে থাকি। তবে শুধু IELTS কোর্সে ভর্তি হতে হলে আপনার Basic English ভালো থাকা লাগবে।
প্রথমত, বিশ্বাস একজন মানুষের একান্তই ব্যক্তিগত বিষয়। তবে কাওকে না কাওকে তো আপনার বিশ্বাস করতেই হবে। আপনি কোন মানদণ্ডে বিশ্বাস করেন তা আপনার ব্যাপার। তবে আমরা আমাদের স্থায়িত্ব সম্পর্কে কিছুটা ধারনা দি আপনাকে কেননা প্রতিষ্ঠানের স্থায়িত্ব বেশি হলে তার বিশ্বাসযোগ্যতাও বাড়ে, আমাদের Facebook পেজ হয়েছে প্রতিষ্ঠা বছর ২০১২ তেই (https://www.facebook.com/TalentHut.Ins), ইউটিউবে প্রথম ভিডিও ডিসেম্বর ১৫, ২০১৬ তে (https://youtu.be/8aQgsp9kgQU), আমাদের ওয়েবসাইট হয়েছে ২০১৫ তে (https://talenthutbd.com), এবং ট্রেড লাইসেন্স/টিন সার্টিফিকেট হয়েছে ২০১৪ তে। সার্ভিস খারাপ হলে এতোদিন টিকে থাকার কথা না।
প্রথমত, যদিও আমি IELTS Teaching দিচ্ছি ২০০৩ থেকে কিন্তু ২০১৫ থেকে এই বিশেষ কোর্সটি পরীক্ষামূলক ভাবে আরম্ভ করেছিলাম। এখন পর্যন্ত এই কোর্সে ভর্তি করেছি ২৫০ জনের মত, যার মধ্যে ৫০ জনের মত বর্তমানে আমার কাছে কোর্স করছে আর বাকিদের মধ্যে এই কোর্সের পড়াশোনার চাপের কারনে ঝড়ে পড়েছে ৩০%, সবাই IELTS দিতে আসেনি যারা কেবল মাত্র ইংরেজি ভালো করতে এসেছে এইরকম সংখ্যা আনুমানিক আরো ৩০% এবং তারা ইংরেজির দক্ষতা অর্জন করে বিভিন্ন পেশাতে জড়িয়ে পড়েছে, বাকি যারা পরীক্ষা দিয়েছে তাদের ফলাফল ৫.৫ থেকে ৭.৫ পর্যন্ত উঠেছে। কারন একজন অতি দূর্বল ছাত্রকে (যে একটি বাক্যে ৫ টি Spelling & Grammar ভূল করে, এমনকি part of speech ও চেনে না) তাকে দিয়ে ৫ পাওয়ানোটাও চেলেঞ্জিং। তবে যারা ইংরেজিতে মধ্যম বা একটু ভালো তারা এই কোর্স করলে আরও ভালো ফলাফল মানে ৮+ স্কোর তুলতে পারবে, এটা আমরা বিশ্বাস করি। আমরা সত্য যা তাই বলি, কারন Eye wash বা Brain wash করে আমরা কাওকে ভর্তি করি না, আমরা বলবো আমাদের কাছে কোর্স করে সব ছাত্রছাত্রী IELTS -এ ৭ বা ৮ পেয়েছে, এটি সত্য নয়। আমরা সবাইকেই সমান সাপোর্ট দিয়েছি কিন্তু যে চেষ্টা বেশি করেছে সে ভালো করেছে আর যে আলসেমো করেছে বা সময়ের আগেই তাড়াহুড়ো করে পরীক্ষা দিয়েছে তার ফলাফল আশানুরুপ হয় নি । আর যারা ওয়ারেন্টি বা গ্যারান্টি দেখে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে তারাই আসলে ঠকছে। শিক্ষক আপনাকে সঠিক গাইডলাইন দিতে পারবে, আপনার সমস্যাগুলোর সমাধান দিতে পারবে কিন্তু কখনোই আপনাকে skill করতে পারবেনা যদি না আপনি নিজে চেষ্টা করেন।
আমাদের মোট ২ টি অফিস বর্তমানে। ১টি অফিস উত্তরা-ঢাকা, এবং গাজিপুরে আমাদের ১ টি অফিস।
যারা দেশের বাহিরে বসবাস করছেন কিন্তু আমার এই চুক্তিভিত্তিক IELTS কোর্সটি করতে চাচ্ছেন, তারা অনলাইনে এই কোর্সটি করতে পারবেন। আমরা অনলাইনে পূর্ণ সাপোর্ট দিচ্ছি। সাধারণত Skype, Zoom/Google Meet এর মাধ্যমে দিয়ে থাকি যা পৃথিবীর যেকোনো দেশ থেকে করা যাবে। যারা অনলাইনে করতে চান তারা আমাদের ফেইসবুক পেজে ম্যাসেজ পাঠাতে পারেন বা আমার সাথে What’s app/Viber (01611237730)-এ যোগাযোগ করতে পারেন। আর সময় ৬ মাস বা তার বেশি লাগতে পারে।
আমরা কোন গ্যারান্টি বা ওয়ারেন্টি প্রদান করি না কারন পরীক্ষা আমরা নয় আপনি দিবেন। আমরা শুধু বলতে পারবো, আপনি আপনার কাঙ্খিত স্কোর না পাওয়া পর্যন্ত ছাড়বো না আপনাকে। সার্ভিস দিয়ে যাবো এই ফি তেই। যদি এমন হয়, Mock Test এ আপনি পর পর ৭ পেয়ে গেলেন কিন্তু মূল পরিক্ষাতে কোন কারনে ৬.৫ চলে আসলো, সেক্ষেত্রে যদি আবার পরীক্ষা দিতে চান তবে আমরা বিনা ফিতে আবার সাপোর্ট দিবো।
জী, অবশ্যই এই কোর্সটি আপনার জন্য উপযুক্ত। কারন আমরা যদি আপনাকে Basic থেকে Advance Level পর্যন্ত English Language এর ৪ টি দক্ষতাই এনে দিতে পূর্ণ সাপোর্ট দিতে পারি, তবে আপনার লক্ষ্য অবশ্যই পূরণ হবে। সেক্ষেত্রে আপনি চাইলে লেভেল ১, ২ এবং ৩ এই তিনটি করলেই চলবে। আপনি চাইলে IELTS এ অংশগ্রহন করতেও পারেন নাও করতে পারেন। তবে আমরা বলব, দক্ষতা আসলে লেভেল ৪-৫ সহ করে পরীক্ষা দেয়াটাই ভালো। তাতে এই score আপনার ক্যারিয়ারেও কাজে আসবে।
আমার এই কোর্সটি একটি দীর্ঘ মেয়াদি কোর্স। এবং এই কোর্স শুরু থেকে শেষ পর্যন্ত আমিই করাবো, তবে কোর্সটি যেহেতু Method Class & Practice Session এর সমন্বয়ে হবে তাই Method Class আমিই দেখবো কিন্তু Practice Class, Mock Test, Reporting, Scheduling, Practice Club আমার প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক এবং ম্যানেজারদের এর supervision এ হবে। আমি মুলতঃ Practice session গুলো দেখবো, আর এখানেই আমাদের দেশের ছাত্রছাত্রীরা কোন সাপোর্ট পায় না। কারন তারা চর্চা করার সময় অনেক সমস্যায় পড়ে, যা তাদের সমাধান দিতে হয়, তাই আমাদের এই কোর্সে মেথড ক্লাস গুলো অন্য দক্ষ শিক্ষকরা নিবেন আর Practice session শুরু থেকে IELTS দেয়ার আগ পর্যন্ত আমি সাপোর্ট দিবো। আমার Practice session এর নাম, PCU (Personal Care Unit)। এখানে দরকার অনুসারে গ্রুপ এবং one to one দুটো সাপোর্টই আমি দিবো।
দেখুন, আমাদের দেশ থেকে অনেক মানুষ মধ্যপ্রাচ্যে থাকে যাদের মধ্যে কিছু মানুষ ৫ম থেকে ১০ম শ্রেণীর বেশি পড়েনি। তারাও কিন্তু মধ্যপ্রাচ্যে গিয়ে আরবি বা হিন্দি ভাষাতে দক্ষ হয়ে যাচ্ছে। ইংরেজি যেহেতু একটি ভাষা, সেক্ষেত্রে আপনিও পারবেন। কিন্তু যদি IELTS এর কথা বলেন তবে আপনাকে বলা বা শোনার পাশাপাশি লিখা এবং পড়াও জানতে হবে। আমার কোর্সটি ডিজাইন করা হয়েছে ন্যূনতম SSC পাশ দের জন্য। কিন্তু দীর্ঘ গ্যাপ বা যারা স্কুল শেষ করতে পারেন নি, তারাও করতে পারবেন যদি আপনার দীর্ঘদিন লেগে থাকার ধৈর্য থাকে। কিন্তু স্কুল এর পড়াশোনার যে ন্যূনতম বিষয় গুলো ছিল, যেমন, ইংরেজি উচ্চারন করে পড়া, শব্দ শেখানো, শিশুকালে যে গ্রামার গুলো পড়ার কথা ছিল, সেগুলোও যদি না থাকে তবে এই কোর্সের সাথে ওই সকল সাপোর্টের জন্য আপনাকে আলাদা পেমেন্ট করতে হবে যা আলোচনা সাপেক্ষে হবে। সেক্ষেত্রে আপনার প্রাথমিক ইংরেজি জ্ঞান তৈরি হওয়া পর্যন্ত সাপোর্ট শেষ করার পর আমার কোর্স শুরু হবে। আর এই প্রাথমিক জ্ঞান তৈরি হতে যদি ৬ মাস সময় লাগে তবে আমার কোর্সের জন্য আরও ৬ মাস, মোট ১২-১৫ মাসের মত সময় লাগতে পারে। আবার অনেকেই এমন আছেন, বিদেশে থাকেন ৫ম বা ৮ম শ্রেনি পাশ করেছেন, কিন্তু দীর্ঘদিন বিদেশে এবং অফিসিয়াল ইংরেজি পরিবেশে থাকার কারনে মোটামুটি ইংরেজি কথা বলতে বা বুজতে পারেন তাদের ক্ষেত্রে আরও কম সময় লাগতে পারে। যেহেতু IELTS দিতে কোন শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্রের প্রয়োজন হয় না, তাই যে কেও এই পরীক্ষার প্রস্তুতি নিতে বা পরীক্ষা দিতে পারবেন।
জী করা যাবে।
এই কোর্স করার জন্য কোন শিক্ষাগত যোগ্যতা বা সার্টিফিকেট এর দরকার নেই। তবে ন্যূনতম ৮ম বা এসএসসি না হলে ক্লাস লেকচার বুঝা এবং এসাইনমেন্ট গুলো করা কঠিন হবে। তাছাড়া IELTS পরীক্ষা দিতেও কোন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দিতে হয় না। শুধু বয়স ও নাগরিকত্ত প্রমানের জন্য পাসপোর্ট দিতে হবে। আমাদের কাছে কোর্স করতে আসলে এগুলোর কোনটিই দরকার নেই।
আমি আমার সময়ের সল্পতার এবং Covid-19 এর টানা লক ডাউন এর কারনে কারনে আসলে অনেকদিন অফলাইন করাতে পারিনি। একসময় এই কোর্সটি অফলাইনে করাতাম এবং কোর্স ফি ছিল ৫৫০০০/-। যেহেতু ইন্টারনেট এখন বাংলাদেশ সহ সারাবিশ্বে আছে এবং মোবাইল ফোন থেকেও ক্লাস করা যায়, কোর্স লেকচার শিট সহ যেকোনো প্রয়োজনীয় Resource অনলাইনে সহজেই শেয়ার করা যায় তাই এখন অনলাইনেও কোর্সটি করাচ্ছি। তবে কেও চাইলে আমার সাথে আমার অফিসে সাক্ষাৎ করেও কোর্সে ভর্তি হতে পারে। কিন্তু অনলাইনে করালেও আমার সাথে চুক্তি থাকবে যতদিন পর্যন্ত কাঙ্ক্ষিত স্কোর না আসবে ৬ মাস বা ১ বছর যাই লাগুক না কেন আমি সময় দিবো এবং সময় বাড়লেও কোর্স ফি বাড়বেনা। তাছাড়া অনলাইনে আমাদের যত ছাত্রছাত্রি কোর্স করেছে তারা feedback অনেক ভালো দিয়েছে। আর অফলাইন এর চাইতে অনলাইনে এখন আমরা সারা বেশি পাচ্ছি।
আমাদের কোর্স ফি ৪২০০০/- টাকা। অফলাইন বা অনলাইন দুটোর জন্য একই। কিছুদিন আগেও অফলাইনে করলে ৫৫০০০ টাকা ফি ছিল। এখন যেভাবেই করেন, ফি একই। আর অফলাইনে করলে আপনার কিছু বাড়তি খরচ আছে, যেমন থাকা-খাওয়া এর খরচ আপনাকেই আলাদা ব্যয় করতে হবে। তবে আপনাকে একটি ধারনা দেয়া যেতে পারে খরচ নিয়ে, যদি আমাদের উত্তরা-ঢাকা অফিসে এই কোর্স অফলাইনে করেন, তবে আশেপাশের ছাত্র/ছাত্রি হোস্টেল এ থাকা খাওয়া মিলিয়ে মাসিক ৬-৮ হাজার খরচ পড়বে। আর যদি আমাদের গাজীপুর অফিসে করেন তবে এই খরচ থাকা-খাওয়া মিলিয়ে ৪৫০০ থেকে ৭০০০ টাকার মধ্যে হবে। আর যাদের বাসা ঢাকা এবং গাজিপুরে তাদের শুধু যাতায়াত ভাড়া যা যায়, তাই। আশা করি বুজতে পেরেছেন। আরেকটি কথা, আমাদের নিজস্ব কোন হোস্টেল নেই। তবে আমরা দুরের ছাত্রছাত্রীদের থাকার হোস্টেল খুজে দিতে সাহায্য করি।
খরচটি নির্দিষ্ট বা ফিক্স বলা যায় না তারপরও আনুমানিক ধারনা দিচ্ছি ২০২৩ সালের জন্য(কোর্স শুরু করা থেকে পরিক্ষা দেয়া পর্যন্ত), পরবর্তী প্রতি বছরই খরচ বাড়বে, এখানে উল্লেখ্য যে নিচে যে খরচ দেখানো হয়েছে তা আমাদের কোর্স ফি সহ আপনার IELTS পরীক্ষা দেয়া পর্যন্ত কত যেতে পারে তা। নিচের আমার কোর্স ফি বাদে যে খরচ দেখানো হয়েছে তা আপনি নিজে প্রস্তুতি নিলেও লাগবে অথবা অন্য প্রতিষ্ঠান বা শিক্ষকের কাছে নিলেও একই খরচ লাগবে।
আমাদের কোর্স ফি: কোর্সটি অনলাইনে করলে কোর্স ফি ৪০,০০০/- (অফলাইন/অনসাইট এ ৪৫০০০/-) এবং কিস্তিতে টাকা দেয়া যাবে। তবে একবারে পে করলে একটি বড় ছাড় থাকে যা নিচে বিস্তারিত দেয়া আছে।
সাথে অন্যান্য যে খরচগুলো হতে পারে, IELTS registration fee: ২২৫০০/- (২০২৩-২৪ এর জন্য)
Update IELTS registration fee, dates and venue details: Click here
একমুঠে টাকাটা বেশিই দেখাচ্ছে। আসুন একটু math করি, যেকোন প্রর্তিষ্ঠানে কোন বেসিক কোর্স ছাড়াই আপনি শুধুমাত্র IELTS কোর্স করলে কোর্স ফি ৮০০০/- থেকে ১৭,০০০/- পর্যন্ত নিয়ে থাকে। যদি সবর্নিম্ন ৮০০০/- ও ফি ধরি তবে, ২৮টি ক্লাস * ১ ঘন্টা = ২৮ ঘন্টা, এবার ৮০০০/- কে ২৮ ঘন্টা দিয়ে ভাগ দিলে ঘন্টাপ্রতি ফি আসে সর্বনিম্ন ২৮৫/- । তারপরও কোর্স ক্লাস শেষ হলে আর কোন সাপোর্ট পাচ্ছেন না।
আর আমরা সর্বনিম্ন দিচ্ছি ১৮০ দিন(৬ মাস) * ক্লাসসহ ২ ঘন্টা প্রতিদিন সাপোর্ট = ৩৬০ ঘন্টা, ৪০,০০০/- কে ভাগ দিলে ঘন্টা প্রতি আসে ১১১/- যা অন্যান্য প্রতিষ্ঠানের সবর্নিম্ন ফি থেকেও কম। তারপর আবার আমরা বেসিক improve করাবো, IELTS দেয়ার আগ পর্যন্ত সাপোর্ট দিয়ে যাবো এবং কারো যদি ৮ বা ১২ মাসও প্রয়োজন হয় তবে আমাদেরকে আর কোন ফি দেয়ার প্রয়োজন নেই। বাকিটা আপনিই চিন্তা করুন। তাছাড়া অনেক এজেন্সি প্রলোভন দেখিয়ে IELTS ছাড়া বিদেশে ছাত্র পাঠায় এবং তা বেশিরভাগ ক্ষেত্রে Embassy থেকে reject হয়ে যায়, আর যদিও ২/১ জন যেতে পারে তাদের কাছ থেকে স্বাভাবিক এর চাইতে ৮/১০ লাখ টাকা বেশি নেয়। কারন বিদেশে যেয়ে আবার তাকে IELTS এর মতই একটি কোর্স (ESL)- ৬ মাসের করতে হয় যা বিশ্ববিদ্যালয় ভেদে বাংলাদেশি টাকায় সর্বনিম্ন ৪ লাখ থেকে ৬ লাখ পর্যন্ত হয়ে থাকে। তাই বিদেশে যেয়ে ৬ লাখ খরচ করার চাইতে দেশেই ৫০ হাজার টাকা খরচ করে দেশি শিক্ষকের কাছে কোর্স করা ভালো কারন আপনি সবকিছু তার সাথে শেয়ার করতে পারছেন। কিন্তু বিদেশে তা পারছে না।
তাছাড়া আমরা ৩ মাসের IELTS (Full course) কোর্সে ফি আরও কম মানে মাত্র ১৫০০০/- টাকা নিয়ে থাকি। তবে শুধু IELTS কোর্সে ভর্তি হতে হলে আপনার Basic English ভালো থাকা লাগবে।
প্রথমত, বিশ্বাস একজন মানুষের একান্তই ব্যক্তিগত বিষয়। তবে কাওকে না কাওকে তো আপনার বিশ্বাস করতেই হবে। আপনি কোন মানদণ্ডে বিশ্বাস করেন তা আপনার ব্যাপার। তবে আমরা আমাদের স্থায়িত্ব সম্পর্কে কিছুটা ধারনা দি আপনাকে কেননা প্রতিষ্ঠানের স্থায়িত্ব বেশি হলে তার বিশ্বাসযোগ্যতাও বাড়ে, আমাদের Facebook পেজ হয়েছে প্রতিষ্ঠা বছর ২০১২ তেই (https://www.facebook.com/TalentHut.Ins), ইউটিউবে প্রথম ভিডিও ডিসেম্বর ১৫, ২০১৬ তে (https://youtu.be/8aQgsp9kgQU), আমাদের ওয়েবসাইট হয়েছে ২০১৫ তে (https://talenthutbd.com), এবং ট্রেড লাইসেন্স/টিন সার্টিফিকেট হয়েছে ২০১৪ তে। সার্ভিস খারাপ হলে এতোদিন টিকে থাকার কথা না।
প্রথমত, যদিও আমি IELTS Teaching দিচ্ছি ২০০৩ থেকে কিন্তু ২০১৫ থেকে এই বিশেষ কোর্সটি পরীক্ষামূলক ভাবে আরম্ভ করেছিলাম। এখন পর্যন্ত এই কোর্সে ভর্তি করেছি ২৫০ জনের মত, যার মধ্যে ৫০ জনের মত বর্তমানে আমার কাছে কোর্স করছে আর বাকিদের মধ্যে এই কোর্সের পড়াশোনার চাপের কারনে ঝড়ে পড়েছে ৩০%, সবাই IELTS দিতে আসেনি যারা কেবল মাত্র ইংরেজি ভালো করতে এসেছে এইরকম সংখ্যা আনুমানিক আরো ৩০% এবং তারা ইংরেজির দক্ষতা অর্জন করে বিভিন্ন পেশাতে জড়িয়ে পড়েছে, বাকি যারা পরীক্ষা দিয়েছে তাদের ফলাফল ৫.৫ থেকে ৭.৫ পর্যন্ত উঠেছে। কারন একজন অতি দূর্বল ছাত্রকে (যে একটি বাক্যে ৫ টি Spelling & Grammar ভূল করে, এমনকি part of speech ও চেনে না) তাকে দিয়ে ৫ পাওয়ানোটাও চেলেঞ্জিং। তবে যারা ইংরেজিতে মধ্যম বা একটু ভালো তারা এই কোর্স করলে আরও ভালো ফলাফল মানে ৮+ স্কোর তুলতে পারবে, এটা আমরা বিশ্বাস করি। আমরা সত্য যা তাই বলি, কারন Eye wash বা Brain wash করে আমরা কাওকে ভর্তি করি না, আমরা বলবো আমাদের কাছে কোর্স করে সব ছাত্রছাত্রী IELTS -এ ৭ বা ৮ পেয়েছে, এটি সত্য নয়। আমরা সবাইকেই সমান সাপোর্ট দিয়েছি কিন্তু যে চেষ্টা বেশি করেছে সে ভালো করেছে আর যে আলসেমো করেছে বা সময়ের আগেই তাড়াহুড়ো করে পরীক্ষা দিয়েছে তার ফলাফল আশানুরুপ হয় নি । আর যারা ওয়ারেন্টি বা গ্যারান্টি দেখে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে তারাই আসলে ঠকছে। শিক্ষক আপনাকে সঠিক গাইডলাইন দিতে পারবে, আপনার সমস্যাগুলোর সমাধান দিতে পারবে কিন্তু কখনোই আপনাকে skill করতে পারবেনা যদি না আপনি নিজে চেষ্টা করেন।
আমাদের মোট ২ টি অফিস বর্তমানে। ১টি অফিস উত্তরা-ঢাকা, এবং গাজিপুরে আমাদের ১ টি অফিস।
যারা দেশের বাহিরে বসবাস করছেন কিন্তু আমার এই চুক্তিভিত্তিক IELTS কোর্সটি করতে চাচ্ছেন, তারা অনলাইনে এই কোর্সটি করতে পারবেন। আমরা অনলাইনে পূর্ণ সাপোর্ট দিচ্ছি। সাধারণত Skype, Zoom/Google Meet এর মাধ্যমে দিয়ে থাকি যা পৃথিবীর যেকোনো দেশ থেকে করা যাবে। যারা অনলাইনে করতে চান তারা আমাদের ফেইসবুক পেজে ম্যাসেজ পাঠাতে পারেন বা আমার সাথে WhatsApp/Viber (01611237730)-এ যোগাযোগ করতে পারেন। আর সময় ৬ মাস বা তার বেশি লাগতে পারে।
আমরা কোন গ্যারান্টি বা ওয়ারেন্টি প্রদান করি না কারন পরীক্ষা আমরা নয় আপনি দিবেন। আমরা শুধু বলতে পারবো, আপনি আপনার কাঙ্খিত স্কোর না পাওয়া পর্যন্ত ছাড়বো না আপনাকে। সার্ভিস দিয়ে যাবো এই ফি তেই। যদি এমন হয়, Mock Test এ আপনি পর পর ৭ পেয়ে গেলেন কিন্তু মূল পরিক্ষাতে কোন কারনে ৬.৫ চলে আসলো, সেক্ষেত্রে যদি আবার পরীক্ষা দিতে চান তবে আমরা বিনা ফিতে আবার সাপোর্ট দিবো।
জী, অবশ্যই এই কোর্সটি আপনার জন্য উপযুক্ত। কারন আমরা যদি আপনাকে Basic থেকে Advance Level পর্যন্ত English Language এর ৪ টি দক্ষতাই এনে দিতে পূর্ণ সাপোর্ট দিতে পারি, তবে আপনার লক্ষ্য অবশ্যই পূরণ হবে। সেক্ষেত্রে আপনি চাইলে লেভেল ১, ২ এবং ৩ এই তিনটি করলেই চলবে। আপনি চাইলে IELTS এ অংশগ্রহন করতেও পারেন নাও করতে পারেন। তবে আমরা বলব, দক্ষতা আসলে লেভেল ৪-৫ সহ করে পরীক্ষা দেয়াটাই ভালো। তাতে এই score আপনার ক্যারিয়ারেও কাজে আসবে।
আমার এই কোর্সটি একটি দীর্ঘ মেয়াদি কোর্স। এবং এই কোর্স শুরু থেকে শেষ পর্যন্ত আমিই করাবো, তবে কোর্সটি যেহেতু Method Class & Practice Session এর সমন্বয়ে হবে তাই Method Class আমাদের দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষকরা দেখবে। কিন্তু Practice Class, Mock Test, Reporting, Scheduling, Practice Club আমার প্রতিষ্ঠানের আমার এবং ম্যানেজারদের এর supervision এ হবে। আমি মুলতঃ Practice session গুলো দেখবো, আর এখানেই আমাদের দেশের ছাত্রছাত্রীরা কোন সাপোর্ট পায় না। কারন তারা চর্চা করার সময় অনেক সমস্যায় পড়ে, যা তাদের সমাধান দিতে হয়, তাই আমাদের এই কোর্সে মেথড ক্লাস গুলো অন্য দক্ষ শিক্ষকরা নিবেন আর Practice session/Tips/One to one guide, শুরু থেকে IELTS দেয়ার আগ পর্যন্ত আমি সাপোর্ট দিবো। আমার Practice session এর নাম, PCU (Personal Care Unit)। এখানে দরকার অনুসারে গ্রুপ এবং one to one দুটো সাপোর্টই আমি দিবো। মাসে ২-৪ টি বা সপ্তাহে ১ টি করে সেশন আমার সাথে পাবেন।
দেখুন, আমাদের দেশ থেকে অনেক মানুষ মধ্যপ্রাচ্যে থাকে যাদের মধ্যে কিছু মানুষ ৫ম থেকে ১০ম শ্রেণীর বেশি পড়েনি। তারাও কিন্তু মধ্যপ্রাচ্যে গিয়ে আরবি বা হিন্দি ভাষাতে দক্ষ হয়ে যাচ্ছে। ইংরেজি যেহেতু একটি ভাষা, সেক্ষেত্রে আপনিও পারবেন। কিন্তু যদি IELTS এর কথা বলেন তবে আপনাকে বলা বা শোনার পাশাপাশি লিখা এবং পড়াও জানতে হবে। আমার কোর্সটি ডিজাইন করা হয়েছে ন্যূনতম SSC পাশ দের জন্য। কিন্তু দীর্ঘ গ্যাপ বা যারা স্কুল শেষ করতে পারেন নি, তারাও করতে পারবেন যদি আপনার দীর্ঘদিন লেগে থাকার ধৈর্য থাকে। কিন্তু স্কুল এর পড়াশোনার যে ন্যূনতম বিষয় গুলো ছিল, যেমন, ইংরেজি উচ্চারন করে পড়া, শব্দ শেখানো, শিশুকালে যে গ্রামার গুলো পড়ার কথা ছিল, সেগুলোও যদি না থাকে তবে এই কোর্সে আমরা অগুলো নিয়ে আলাদা গাইড করবো, যদি আপনি বাসাতে সময় দিয়ে সেগুলো আয়ত্ত করতে পারেন তবে এই কোর্স আমাদের সময়েই শেষ করতে পারবেন, আর দেরি হলে কোর্সের সময়ও বাড়বে। আবার অনেকেই এমন আছেন, বিদেশে থাকেন ৫ম বা ৮ম শ্রেনি পাশ করেছেন, কিন্তু দীর্ঘদিন বিদেশে এবং অফিসিয়াল ইংরেজি পরিবেশে থাকার কারনে মোটামুটি ইংরেজি কথা বলতে বা বুজতে পারেন তাদের ক্ষেত্রে আরও কম সময় লাগতে পারে। যেহেতু IELTS দিতে কোন শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্রের প্রয়োজন হয় না, তাই যে কেও এই পরীক্ষার প্রস্তুতি নিতে বা পরীক্ষা দিতে পারবেন।
জী, করা যাবে। এই লিঙ্কে গেলে সরাসরি আমাদের অফিসে কোর্সের বিষয়ে জানতে পারবেনঃ https://talenthutbd.com/ielts-contractual-offline/
এই কোর্স করার জন্য কোন শিক্ষাগত যোগ্যতা বা সার্টিফিকেট এর দরকার নেই। তবে ন্যূনতম ৮ম বা এসএসসি না হলে ক্লাস লেকচার বুঝা এবং এসাইনমেন্ট গুলো করা কঠিন হবে। তাছাড়া IELTS পরীক্ষা দিতেও কোন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দিতে হয় না। শুধু বয়স ও নাগরিকত্ত প্রমানের জন্য পাসপোর্ট দিতে হবে। আমাদের কাছে কোর্স করতে আসলে এগুলোর কোনটিই দরকার নেই।
আমি আমার সময়ের সল্পতার এবং Covid-19 এর টানা লক ডাউন এর কারনে কারনে আসলে অনেকদিন অফলাইন করাতে পারিনি। একসময় এই কোর্সটি অফলাইনে করাতাম এবং কোর্স ফি ছিল ৫৫০০০/-। যেহেতু ইন্টারনেট এখন বাংলাদেশ সহ সারাবিশ্বে আছে এবং মোবাইল ফোন থেকেও ক্লাস করা যায়, কোর্স লেকচার শিট সহ যেকোনো প্রয়োজনীয় Resource অনলাইনে সহজেই শেয়ার করা যায় তাই এখন অনলাইনেও কোর্সটি করাচ্ছি। তবে কেও চাইলে আমার সাথে আমার অফিসে সাক্ষাৎ করেও কোর্সে ভর্তি হতে পারে। কিন্তু অনলাইনে করালেও আমার সাথে চুক্তি থাকবে যতদিন পর্যন্ত কাঙ্ক্ষিত স্কোর না আসবে ৬ মাস বা ১ বছর যাই লাগুক না কেন আমি সময় দিবো এবং সময় বাড়লেও কোর্স ফি বাড়বেনা। তাছাড়া অনলাইনে আমাদের যত ছাত্রছাত্রি কোর্স করেছে তারা feedback অনেক ভালো দিয়েছে। আর অফলাইন এর চাইতে অনলাইনে এখন আমরা সারা বেশি পাচ্ছি। তবে হ্যা, অনলাইনে সেই হোমওয়ার্ক গুলো অবশ্যই করতে হবে যা আমরা অফলাইনেও করিয়ে থাকি।
এই কোর্সটি আসলে discount এর কোর্স নয়। যা discount দেয়ার এই ওয়েবসাইটেই দেয়া আছে। একসাথে গ্রুপ হয়ে ভর্তি হলে আপনাদের একসাথে চর্চা করতে সুবিধা হবে। এর চাইতে বেশি কিছু নয়। আর আমাদের একসাথে ১০ বা ১৫ জন ভর্তি হলে বিশেষ কোন সুবিধা নেই। কারণ আমাদের ব্যচের সিট আসলে ফিলাপ হয়ে যায়। আর ব্যাচের খরচ যা হয়, আমরা তাই আমাদের কোর্স ফী হিসেবে নিয়ে থাকি। তাই ২ বা ১০০ যত জনই ভর্তি হোক, আমাদের এক্ষেত্রে বিশেষ সুবিধা নেই। আর যদি ১০-১৫ জনের বেশি একসাথে হয়ে একটি ব্যাচ করতে চায়, তবে তা আমরা দিবো না। কারণ আমরা ব্যাচ এর ক্লাস কোয়ালিটি ধরে রাখার জন্য এর বেশি ছাত্রছাত্রী এক ব্যাচে ভর্তি করাই না।
আসলে কোর্সটা একই কোর্স। একই শিক্ষকরা ক্লাস নিবেন, ফীও একই কিন্তু পার্ট টাইম কোর্সে ছাত্র, চাকরিজীবী, বিদেশে চাকরী করে এমন যে কেও তার সুবিধামত সময়ে ক্লাস করতে এবং তার হোম ওয়ার্ক বা assignment গুলো করতে পারবে। আর ফুল টাইম কোর্সে আমরা ক্লাস করিয়ে আবার হোম ওয়ার্ক বা assignment গুলো বা চর্চা আমরাই করিয়ে দিবো আমাদের ক্লাস রুমে। সে বাসাতে কিছু করবে সেই সুযোগ দিবো না। অর্থাৎ দুটোরই সিলেবাস এবং ক্লাস একই শুধু একটি তে ছাত্র আমাদের কাছেই সব কিছু করবে।
যে ছাত্রছাত্রী যে প্লাটফর্ম এ ভর্তি হবে সে সেই প্লাটফর্ম এই কোর্স করতে হবে, অর্থাৎ কোর্স মাইগ্রেশন করার সুযোগ নেই। আর কোনো কারণে পার্ট টাইম থেকে ফুল টাইম, ফুল টাইম -পার্ট টাইম, বা অনলাইন থেকে অফলাইনে, অফলাইন থেকে অনলাইনে কোর্স করতে হলে নতুন প্লাটফর্ম এর অর্থাৎ যে প্লাটফর্মে করতে চায়, সেটার ফি পুনরায় নতুন করে ৮০% ফী একবারে পরিশোধ করে কোর্স মাইগ্রেশন করতে পারবে। তবে একই প্লাটফর্মে বার বার কোর্স রিপিট করার সুযোগ ফ্রি থাকবে যদি সে অনিয়মিত না হয়।
ভর্তির সিদ্ধান্ত নিয়ে থাকলে, উপরের (Registration) button এ ক্লিক করে ফর্ম পূরণ করে ০১৬১১২৩৭৭৩০ বিকাশ নম্বরে ১০২০ টাকা পে করলেই আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং ক্লাস শুরুর আগে আপনি বাকি পেমেন্ট করে ক্লাস শুরু করবেন। আর রেজিস্ট্রেশন ফর্ম পূরণ এবং বুকিং এর টাকা পে করার পরে আমাদেরকে 01611237732 (WhatsApp) জানান। অথবা সরাসরি স্যারকে ম্যাসেজ করতে পারেন। স্যার এর নম্বর নিচে দেয়া আছে।
[বিঃদ্রঃ যারা এই কোর্সের বিষয়ে ইচ্ছুক, দয়াকরে কোর্স ফি এর বিষয়ে কোন দরাদরি করবেন না। আমাদের ডেডিকেশন অনুযায়ী কোর্স ফি অনেক কম ধরা হয়েছে। যারা আমাদের কাছে কোর্স করেছে বা এখনও করছে তারাই জানে আমাদের সার্ভিস সম্পর্কে। আমাদের ব্যাচ এর অর্ধেক ছাত্রছাত্রি পুরন হয়ে যায় আমাদের যেসকল ছাত্রছাত্রি ইতিমধ্যে IELTS করে বিদেশে চলে গিয়েছে তাদের reference-এ এবং তারা এর চাইতে বেশি ফি দিয়েই কোর্স করে বিদেশে পড়াশোনা বা কাজের জন্য চলে গিয়েছে।]
Contact me: Md Shakhawat Hossain (Known as Shakhawat Sir), Cell: +8801611-237730 -WhatsApp (My Personal Number- 10 am to 8 pm Bangladesh Time) নির্দিষ্ট সময়ের বাহিরে ফোন না দিয়ে মেসেজ পাঠাতে পারবেন। তবে এই কোর্সের বিষয়ে বা কর্পোরেট চুক্তির বিষয়ে কোন কিছু জানতে চাইলেই শুধু যোগাযোগ করবেন। অন্যকোন কারণে যোগাযোগ না করার অনুরধ রইলো।
[যেহেতু এটি একটি Private Teaching Program তাই এখানে খুব বেশি ছাত্র ভর্তি করা হয় না। সাধারণত, Maximum 15 students নিয়ে একটি ব্যাচ করে কোর্স করানো হয়। সেটাও আমার সময়ের উপরে নির্ভর করে। আমার শিডিউল ফাকা না থাকলে আমি ছাত্র ভর্তি করি না। তাই ভর্তি নিশ্চিত করতে অবশ্যই আমাকে ফোন দিবেন, কারণ আমরা খুব বেশি ছাত্রছাত্রী ভর্তি করি না।]