ইংরেজিতে Public Speaking and Presentation -এ দক্ষ হওয়ার কৌশল (পর্ব-২)
ইংরেজিতে Public Speaking and Presentation-এ দক্ষ হওয়ার কৌশল
আমরা প্রেজেন্টেশন নিয়ে অনেক কিছুই জানলাম। আজ জানবো কিভাবে ইংরেজিতে চমৎকারভাবে প্রেজেন্টেশন দেয়া যাবে। আমাদের এখনকার সময়ে সব যায়গায় প্রেজেন্টেশন দেয়া লাগে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে, অফিসে, পন্য বেচা-কেনায়, এমনকি আপনি যদি বিদেশ যেতে চান IELTS দিয়ে অথবা IELTS ছাড়া; সব ক্ষেত্রেই আপনাকে Presentation দিতেই হবে। এই কারণেই আমাদের pubic speaking or presentation দেয়া সঠিক ভাবে শিখতেই হবে। এখন যদি প্রেজেন্টেশনটা ইংরেজিতে দিতে হয় তাহলে তো কথাই নেই। এখানেই আমাদের সকলের কনফিডেন্স জিরো হয়ে যায়। আমার আজকের এই লেখাটি মনোযোগ দিয়ে পড়লে এবং তদানুসারে সবগুলো স্টেপ ফলো করলে আশাকরি আপনি হয়ে যাবেন প্রেজেন্টেশন এর বস।
How to Improve My Spoken English: click here
প্রথমত, আপনাকে প্রতিদিন কমপক্ষে ৩০ সেকেন্ড থেকে ২ মিনিট একটা বিষয়ের উপর প্রেজেন্টেশন তৈরি করতে হবে এক এক দিন এক একটা বিষয় নিয়ে ভিডিও প্রেজেন্টেশন দিবেন। এতে আপনার যত ধরনের জড়তা থাকবে তা অনেকাংশেই কমে যাবে।
Presentation -এ যে বিষয়গুলো খেয়াল রাখবেনঃ
আপনি যখন একাধারে ১০০ থেকে ১৫০ প্রেজেন্টেশন দিয়ে ফেলবেন, আপনি নিজেই নিজের লেভেলটা বুঝতে পারবেন। আপনি দেখবেন যে এখন আর কারোর সামনেই আপনার ভয় করবে না। কেননা, এতো এতো শব্দভান্ডার আপনার মাথায় থাকবে আপনি অনায়াসে অনেক কিছুই বলার কনফিডেন্স পেয়ে যাবেন। নিচে কয়েকটি প্রেজেন্টেশন এর টপিক দিয়ে দিলাম।
- Myself
- Your Village
- Your favourite food
- Your favourite person
- Describe your favourite teacher and why
- Your favourite TV program and why
- Your likings
- Your skill
- your Job/ Subject and so on
আপনি বিভিন্ন ধরনের ইংরেজি মুভি, ওয়েব সিরিজ, কার্টুন, বিবিসি নিউজ শুনতে পারেন। এতে করে শোনার দক্ষতা বেড়ে যাবে। যতবেশি Native Language শুনবেন, ততবেশি শোনা ও বলার দক্ষতা বেড়ে যাবে।
ধরুন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আসেপাশে যাই দেখা যাবে সেটা নিয়ে মনে মনে ইংরেজিতে ভাববেন এবং বলবেন।
আপনি যখন কোনো কাজ করবেন তখন সেই কাজটার বিবরণও ইংরেজিতে করার চেস্টা করবেন। আপনি রান্না করছেন, সেটাই ইংরেজিতে বলে বলে করুন। আপনি অফিসে আপনার কলিগের সাথে ইংরেজিতে সব কিছু বলার চেস্টা করুন। আপনার কোনো কারণে মন খারাপ সেই জন্য আপনার কি করা প্রয়োজন বা কেনো মন খারাপ সেই কারণটাও ইংরেজিতে ভাবুন। বিশ্বাস করুন আপনার পরিবর্তন আপনি নিজেই কিছুদিনের মধ্যে অনুধাবন করবেন।
আমি যেভাবে ইংরেজিতে public speaking & presentation-এ improve করেছিঃ
যদি আমার কথা জানতে চান আমি কি করে নিজেকে ইম্প্রুভ করেছি? তবে শুনুন, আমি স্বভাবতই রাস্তা ঘাট, বাসায়, বাসার বাহিরে, এমনকি নিজে নিজে প্রচুর কথা বলি। যখন থেকে সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক ইংরেজিতে নিজেকে ১০০℅ প্রস্তুত করবো। তখন থেকেই এই কাজগুলো সব ইংরেজিতে ভাবা শুরু করেছি। এবং প্রচুর ইংরেজি লেখকের বই পড়েছি সেগুলো সহজ সাবলীল ভাষায় লেখা। এবং মজার ব্যাপার হলো আমি অনেক ইংরেজি কার্টুন এবং এনিমেটেড মুভি দেখেছি। আর যখনই ইংরেজি কোনো মুভি বা ওয়েব সিরিজ দেখেছি প্রথমে সাবটাইটেল সহ দেখেছি এবং পরবর্তীতে সাবটাইটেল ছাড়া দেখেছি। আর এখন কোনো সাবটাইটেল দেখার প্রয়োজনই পড়ে না। আসলে সবকিছুই একটা অভ্যাসের ব্যাপার। আপনি পূর্ণ মনে কোনো কিছু চাইলে সেটা আপনি পাবেন ই পাবেন।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা করেছি , ভুল হোক আর সঠিক হোক সবসময় ইংরেজিতে কথোপকথনের চেস্টা করেছি। আর যদি দু চার জন বিদেশি বন্ধু থাকে তাহলে তো আর কথাই নেই। এভাবে চাইলে আপনার ইংরেজির জড়তা অনেকাংশে কমে যাবে।
আরেকটা কথা, যেটি না বললেই নয়। প্রচুর Listening করুন। আমরা যেভাবে আমাদের মাতৃভাষা শুনে শুনেই রপ্ত করেছি এই ইন্টারন্যাশনাল ভাষাটাও যতবেশি শুনবো তত দ্রুতই বুঝতে পারবো। চাইলে ইউটিউবে নির্দিষ্ট কোনো ইংলিশ স্পিকারকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অথবা ফেইসবুকেও অনেক ইংলিশ স্পিকার আছে তাদেরও ফলো করতে পারেন। এরপরও যদি আপনাদের ইম্প্রুভ না হয় তাহলে @TalentHut এ একটা spoken course করতে পারেন। নিচে আমি লিংক দিয়ে দিচ্ছি।
- TalentHut এ স্পোকেন ইংলিশ কোর্স করলে, English speaking skill & presentation skill দুটোই উন্নত হবে। কোর্স সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
যা যা বলেছি সবগুলো কাজ যদি প্রতিদিন করেন এবং কমপক্ষে তিন মাস ব্যাপি করতে থাকেন, আপনি নিজেই নিজের পরিবর্তনটি ধরতে পারবেন।
এই কাজগুলো যদি ভালোভাবে সম্পন্ন করতে পারেন তবে আপনার প্রেজেন্টেশন স্কিল অনেক উন্নত হবে।
প্রেজেন্টেশন ভালো করতে দেখতে পারেন এই চ্যানেলটিঃ Ted Talk
-By
Miss Tamanna
(Teacher & Batch coordinator at TalentHut)
Tags: How to improve my speaking, Spoken course, ইংরেজিতে প্রেজেন্টেশন এ দক্ষ হওয়ার উপায়, How to improve my Listening
#talenthut #talenthutbd #talenthutielts #presentationskills #publicspeakingskills
[…] পর্ব-২ঃ Click here […]
[…] পর্ব-২ঃ Click here […]