English Speaking blog: part-1

অনেক চেষ্টা করেও ইংরেজিতে কথা বলতে বা English Speaking পারি না, এখন আমি কি করতে পারি?

আমাদের সবার মাঝেই একটি সুপ্ত বাসনা থাকে, ইংরেজিতে কথা বলার বা English Speaking এর কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ইংরেজিতে কথা বলার বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে ব্যর্থ হই। এই চেষ্টাটা আমাদের মত করে আমরা বুঝে নেই এবং এই চেষ্টার পেছনে যে কারণগুলো কাজ করে, তার বেশিরভাগ ক্ষেত্রেই ইউটিউব এর ভিডিও গুলো। এছাড়া হতে পারে আমাদের কোন একজন বড় ভাই থেকে বা, সিনিয়র কারো কাছ থেকে হয়তো আমরা সাজেশন নেই অথবা, একটা বই পড়ে অথবা, পত্রিকার বিজ্ঞাপন থেকে আমরা একটা সাজেশন নেয়ার চেষ্টা করি। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা একসঙ্গে এতগুলো সাজেশন পাই, যে সবগুলো সাজেশন অনুসরণ করতে গিয়ে আমাদের আসলে ইংরেজিতে কথা বলাটাই হয়না।

ইংরেজিতে কথা বলার জন্য, এখানেও আমরা এই আর্টিকেলের মাধ্যমে সাজেশন দেয়ার চেষ্টা করব তবে যদি সেই সাজেশনগুলো আপনাদের জন্য ইফেক্টিভ মনে হয়, আপনি চাইলে সেটাকে ফলো করতে পারেন বা অনুসরণ করতে পারেন।

আসুন একটা একটা করে জানি ইংরেজিতে কথা বলার বা English Speaking এর দক্ষতা অর্জনের কৌশলঃ

প্রথম কৌশলঃ

 ১। ইংরেজিতে কথা বলা শুরু করার প্রথম এবং প্রধান পথ হল আপনাকে ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে হবে। অর্থাৎ, আমরা যেটা করি আমরা প্রথমে বই কিনে কিংবা কোর্সে ভর্তি হই অথবা ইউটিউবে ভিডিও দেখে সেখান থেকে আমরা ট্রেনিং নেয়ার চেষ্টা করি। কিন্তু সবকিছুর মূলে মূলত কাজ করবে হচ্ছে আপনার চেষ্টা এবং আপনার চর্চা। আপনি অনেক কিছু করলেন কিন্তু ইংরেজিতে কথাই বললেন না, শুরু করলেন না, ভয় পেলেন বা ঘাবড়ে গেলেন এতে কিন্তু কোনো কাজ হবে না। আপনাকে অবশ্যই ইংরেজিতে কথা বলা শিখতে হবে অর্থাৎ কথা বলার চেষ্টা করতে হবে।

 দ্বিতীয়   কৌশলঃ

 ২। কথা বলার ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই শব্দ বেছে নিতে পারি না। যেহেতু, এটা আমাদের মাতৃভাষা না। এখানে আমাদের শব্দভাণ্ডারের অভাব দেখা দিবে, আমরা বাক্য গুলো গুছিয়ে বলতে পারব না, ইংরেজি বাক্যের সাথে বাংলা বাক্যের কিছু পার্থক্য আছে ,এ কারণে বাক্য গুলো গুছিয়ে বলতে পারব না। আরো কিছু সমস্যা যেমন: আমাদের ভিতরে জড়তা কাজ করবে, আমরা লজ্জা বোধ করবো, আমাদের কাছে মনে হবে আমরা প্রতিনিয়ত ভুল করছি।

এই চিন্তাগুলো আমাদের মাথায় আসবে কিন্তু এই চিন্তাগুলো মাথায় আসলেও আপনাকে  ইংরেজিতে কথা বলার চেষ্টা করে যেতে হবে ।অর্থাৎ, আপনি যদি ভাবেন যে আমি ভুল করলাম তাই আমি ইংরেজিতে কথা বলতে পারছি না বা, বলব না তাহলে আপনার ইংরেজিতে কথা বলা কখনোই হবে না। আপনি একবার চিন্তা করে দেখেন, বাংলা কিভাবে বলেছেন? বাংলাতেও কিন্তু আপনি যেভাবে শুরু করেছিলেন সেভাবে কিন্তু আপনার ভুলই হয়েছিল প্রথমে, পরে ধীরে ধীরে  আপনার বাংলাটা শুদ্ধ বাংলায় পরিণত হয়েছে। ইংরেজির ক্ষেত্রে ব্যাপারটা এরকমই। প্রথমে, আপনি যেগুলো বলবেন সেগুলো ভুল ইংরেজি হবে পরে ধীরে ধীরে  এটা শুদ্ধ ইংরেজিতে পরিনত হবে।

তৃতীয় কৌশলঃ

 ৩। আপনি ইংরেজিতে কথা বলার চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত প্রতিদিন আধা ঘন্টা-এক ঘন্টা করে। অর্থাৎ, ইংরেজি বলছেন কিন্তু শুদ্ধ হচ্ছে না। শুদ্ধ ইংরেজি বলার জন্য কিছু টিপস আমি আপনাদেরকে এখন দিতে পারি। যেমন ধরেন, আপনি ইংরেজি বলা শুদ্ধ হওয়ার জন্য যে বিষয়ে আপনার সমস্যা যেমন, উচ্চারণে সমস্যা হলে উচ্চারণ সম্পর্কিত যে ভিডিও ,সেগুলো দেখতে পারেন, বই পড়তে পারেন , নিজে নিজে একটু বিষয়গুলো জানতে পারেন অথবা চাইলে কোর্স করতে পারেন। গ্রামারে সমস্যা থাকলে সেগুলো আপনি কোর্স করা কিংবা শিক্ষকের সাহায্যের মাধ্যমে আপনি সেটাকে সমাধান করে নিতে পারেন যদিও এটা সরাসরি ইংরেজি কথা বলার সাথে জড়িত না তারপরও যদি আপনারা সেটাকে এড করতে পারেন।

 আমার মনে হয় আপনার ইংরেজি কথা বলার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে। যেমন আপনি যদি নিয়ম করে প্রতিদিন ইংরেজি এক ঘন্টা শুনতে পারেন। বিশেষ করে যে ইংরেজি শুনেন, সেটাই যদি আবার রিপিট করতে পারেন তবে সেখান থেকে আপনার ইংরেজি ইমপ্রুভমেন্ট আসবে। পাশাপাশি যদি আপনি প্রতিদিন ইংরেজি পত্রিকার রিডিং পড়তে পারেন ,সেখান থেকে আপনার বেশকিছু ইমপ্রুভমেন্ট হবে যেমন ধরেন আপনার ভোকাবুলারি ভালো জানা হবে, বাক্যগঠন গুলো কেমন হয় সেটা আপনি জানতে পারবেন, বড় বড় বাক্যগুলো কিভাবে গঠন করতে হয়, সেই বিষয়গুলো আপনি পত্রিকা থেকে ইংরেজি রিডিং পড়ার মাধ্যমে জানতে পারবেন।

পরিশেষে,আজকের এই প্রয়োজনীয় কিছু টিপস যদি আপনারা কাজে লাগাতে পারেন সেটা হয়তো আপনার ইংরেজি কথা বলার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে। তো এটা আমরা প্রথম পর্ব হিসেবে দিলাম এর পরে আরও পর্ব আসবে যেগুলো আপনাকে অনেকটাই সাহায্য করবে। এই ছোট কিছু সাজেশন কাজে লাগলে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে।

এছাড়া আমার YouTube channel-এ এই বিষয়ে অনেক ভিডিও দেয়া আছে, চাইলে দেখে আসতে পারেন।

TalentHut Youtube Channel: click here

ধন্যবাদ,

মোঃ সাখাওয়াত হোসেন

লেখক, শিক্ষক, কন্টেন্ট ক্রিয়েটর।

[email protected]