Talenthut Registration form
ফর্ম পুরন করার নিয়ম আগে পড়ে নিনঃ
১। আমাদের অনলাইন ক্লাস/ক্লাব হবে Skype বা Google meet বা WhatsApp বা FB Messenger room বা Facebook secret group এ সরাসরি যেখানে একজন বা একের অধিক শিক্ষক সরাসরি ক্লাস করাবেন।
২। অনলাইনে সেশন করার জন্য প্রয়োজন একটি মোবাইল ফোন বা ল্যাপটপ বা ডেস্কটপ। যেকোনো ১ টি ডিভাইস এবং সাথে ১টি ইন্টারনেট কানেকশন থাকলেই করতে পারবেন পুরো ট্রেনিং।
৩। সম্পূর্ণ সেশন শেষে সার্টিফিকেট দেয়া হবে। সার্টিফিকেট নিতে পারবেন ইমেইলে।
৪। সেশনের এর প্রয়োজনীয় materials support সহ অন্যান্য যাবতীয় অনলাইন এ দেয়া হবে। কোন হার্ড কপি নিতে চাইলে নির্দিষ্ট পরিমাণ মূল্য দিয়ে নিতে হবে।
৫। এছাড়া ভিডিও টিউটোরিয়াল ক্লাসের মাধ্যমে Facebook Private Group বা YouTube এ আরও লেসন দেয়া হবে।
৬। যেভাবে এই ট্রেনিং দেয়া হবেঃ
Also read our Terms & Conditions
ক) প্রথম ট্রেনিং হবে টানা ৭ দিন Google Meet এর মাধ্যমে এবং Google Meet এ জয়েন করার লিঙ্ক একটি WhatsApp group তৈরি করে সেখানে দিয়ে দেয়া হবে। এই ৭ দিনের ট্রেনিং এবং একটি পরীক্ষা শেষ করলে সে হবে “Novice Scholar”
খ) Novice Scholar হওয়ার পরে সে আবার ২০ দিনের একটি ট্রেনিং পাবে সপ্তাহে ৫ দিন করে মোট ১ মাস সময়ের মধ্যে। এই ২০ দিনের সেশন সফল ভাবে শেষ করলে এবং আমাদের পরীক্ষাতে পাশ করলে সে হয়ে যাবে “Skilled Scholar”
গ) Skilled Scholar হওয়ার পর তাকে একটি Online Practice Group এর সদস্য করা হবে যেখানে সে কমপক্ষে ৩-৯ মাস ইংরেজি চর্চা করবে। এবং এর পাশাপাশি সে যদি চায় তবে কমপক্ষে ৩ মাস সদস্য হিসেবে চর্চা করার পর তাকে একটি ক্লাব পরিচালনার দায়িত্ব দেয়া হবে যেখানে সে একজন “Moderator” হিসেবে দায়িত্ব পালন করবে কমপক্ষে ৬ মাস। সাথে আরও ২ জন মডারেটর এবং ৫-১৫ জন সদস্য নিয়ে তাকে টানা ৩-৯ মাস বা কমপক্ষে ১০০ টি অনলাইন Practice Session পরিচালনা বা নিজে অংশগ্রহন করতে হবে। যার মাধ্যমে মুলত তার Speaking, Listening & Pronunciation Skill improve করবে। কেবলমাত্র Moderator হিসেবে দায়িত্ব পালন করলেই সে সপ্তাহে একটি ESL training এবং একটি Moderation Training পাবে টানা ৩-৯ মাস। এই ৯ মাসের ট্রেনিং এবং চর্চা শেষ করলে আমরা আশাবাদি তার ইংরেজিতে ৭০-৯০% দক্ষতা চলে আসবে।
৭। আপনার সাথে যোগাযোগের জন্য আমাদের প্রয়োজন হবে আপনার একটি একটিভ Email ID, একটি Skype ID, একটি WhatsApp ID। এগুলো সম্পর্কে যদি কোন ধারনা না থাকে তবে YouTube-এ এগুলোর উপরে অনেক ভিডিও আছে, কিভাবে এই আইডি গুলো খুলবেন, কিভাবে এগুলোর লিঙ্ক শেয়ার করবে ইত্যাদি। তাই প্রয়োজন হলে এগুলো সম্পর্কে ভালোভাবে জেনে তারপর এই ফর্ম পূরণ করুন। এবং ফর্মের লিংকটি কোথাও save করে রাখুন।
৮। আমরা যাদের ফর্ম আগে পাবো তাদেরকে আগে ট্রেনিং আরম্ভ করে দিবো। তাই ফর্ম খুব দ্রুত ফিলাপ করে সাবমিট করতে হবে।
৯। এই ফর্মটি মোট ৩ টি অংশে বিভক্ত। প্রথম অংশে আপনি নিয়ম কানুন পাবেন যা এখন আপনি পড়ছেন এবং এই অংশে আপনি পুরোটা পড়ে তারপর আপনার ইমেইল লিখে নিচে (Next) বাটনে ক্লিক করলেই ফর্মের ২য় অংশ আসবে এবং সেখানেও আপনার (Personal Information) দেয়ার পরে আবার (Next)-এ ক্লিক করতে হবে এবং এরপরে ৩য় অংশ আসবে যেখানে আপনার এই ট্রেনিং সম্পর্কে তথ্য দিতে হবে। ৩য় অংশ পূরণ করার পরেই আপনি (Submit) বাটন পাবেন এবং সেখানে ক্লিক করে ফর্ম সাবমিট করবেন। ফর্মের কিছু প্রশ্নের সাথে লাল স্টার চিহ্ন ছোট করে দেয়া আছে, সেগুলো যদি উত্তর দেয়া না হয় তবে ফর্ম সাবমিট হবে না। তাই খেয়াল করে পূরণ করতে হবে। ফর্ম পূরণ করা হলে আমরা ৪৮ ঘণ্টার মধ্যে আপনাকে ইমেইলে জানিয়ে দিবো। ([email protected]) থেকে ইমেইল যাবে। যদি ইমেইল inbox-এ না পান তবে (Spam) চেক করবেন।
১০। ফর্ম বাংলা বা ইংরেজি যেকোনো মাধ্যমে পূরণ করতে পারেন। তবে (Personal Information) গুলো আমরা ইংরেজিতেই চাচ্ছি।
১১। ফর্ম এর (Reference) অপশনে আপনার কোন বন্ধুর কাছে থেকে যদি এই প্রোগ্রাম সম্পর্কে জেনে থাকেন তবে তার আইডি নম্বর থাকলে সেটি দিবেন। আর তা না হলে আপনি যে মাধ্যমে এটি সম্পর্কে জেনেছেন সেই নাম (যেমনঃ YouTube, Facebook or Websites) ইত্যাদি লিখে দিন।