Spoken English (Kids)

Spoken English (Kids)

এই কোর্সটি মুলত ছোট বাচ্চাদের জন্য। বাংলাদেশের স্কুল এর শিক্ষার্থীদের সাথে যদি তুলনা করা হয়, তবে ছোট (KG শ্রেণি) থেকে সর্বচ্চো ৮ম শ্রেণি পর্যন্ত বাচ্চারা এই কোর্স করতে পারবে। বাচ্চাদের বয়স অনুযায়ী ব্যাচ করে বিভিন্ন ব্যাচে ক্লাস করানো হবে। কোর্সটি 24 মাস মেয়াদি। Online & Offline দুভাবেই কোর্সটি করা যাবে। অনলাইনে থাকবে রাত ৮-১০ এর মধ্যে ক্লাস শিডিউল এবং অফলাইনে থাকবে শুধু শুক্র-শনি ক্লাস শিডিউল। তবে অনেক সময় অভিভাবকরা চান তার সন্তান দীর্ঘ সময় নিয়ে ইংরেজি ভাষা শিখুক বা চর্চা করুক। তাদের কথা চিন্তা করেই এই কোর্স। তাছাড়া বাচ্চাদের ক্ষেত্রে আসলে অল্প সময়ে স্পিকিং এর ট্রেনিং হয় না, কারণ, তাদের স্কুলের পড়াশোনার পাশাপাশি এটি করতে হয় যার জন্য অতিরিক্ত চাপ দেয়া যায় না, আবার তাদের background knowledge থাকে না তাই তাদেরকে অনেক কিছুই সম্পূর্ণ নতুনভাবে শিখিয়ে নিয়ে চর্চা করাতে হয়, যা বড়দের ক্ষেত্রে লাগে না বললেই চলে কারণ তারা স্কুল এবং কলেজে অনেক ইংরেজি আগে থেকেই শিখে আসে। যারফলে, বাচ্চাদের জন্য ২ বা ৩ মাসের কোর্স প্রযোজ্য নয়।

এই কোর্স যেহেতু শিশুদের জন্য, তাই তাদের উপযোগী করে আমরা এই কোর্সের সিলেবাস নির্ধারণ করেছি।

  • English Speaking
  • English Pronunciation
  • Tongue twister practice
  • Short presentation
  • Video presentation
  • Question Making & Answer skill
  • Vocabulary development
  • Listening skill development
  • Kids story reading

ক্লাসটি হবে অনলাইন এবং অফলাইন দুভাবেই। আমরা সাধারণত অনলাইনে করলে Skype video call বা Google meet এর মাধ্যমে এই কোর্স করিয়ে থাকি। আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই দুটো মাধ্যমে শিশুরা ক্লাস করে সাচ্ছন্দ বোধ করে। ভবিষ্যতে আমরা আমাদের এই সাইটেই ভিডিও কল এর মাধ্যমে ক্লাস করার সুযোগ করে দিবো। Course Materials/Book সফট/PDF কপি দেয়া হবে তবে কোন Hard copy বই প্রদান করা হলে সেক্ষেত্রে বই এর দাম কোর্স ফি এর সাথে যুক্ত হবে। আর অফলাইন/অনসাইটে আমাদের উত্তরা অফিসেই করতে পারবে। বাচ্চাদের বয়স অনুযায়ী মোট ৩ টি আলাদা সেকশনে ভাগ করা হয়েছে। কোন বাচ্চা কোন সেকশনে ভর্তি হবে তা নিচে বিস্তারিত দেয়া আছে।

  • Section-01: Kids (Class KG to Class 02)
  • Section-02: Young (Class 04 to Class 05)
  • Section-03: Junior (Class 06 to Class 08)

Public Speaking Competition: Held every three months.

Weekly Class: 2 days (Friday & Saturday)

Class duration: 2 hours

Course duration: 2 years (Approximate)

Total Class: 100

Total Hours: 200 hours

Number of Seats: 15-25

Admission Fee: 2000/- (One-time)

Monthly Fee: 2000/-

(Materials & Other fees have to be paid separately)

  • মাসিক English Presentation & Debate Competition and reward program আয়োজন করা হবে অনলাইনে এবং সেখান থেকে ভালো বক্তা বাছাই করে আমাদের অনলাইন প্লাটফর্মে (Youtube/Facebook)-এ Presentation দেয়ার সুযোগ করে দেয়া হবে।
  • এই কোর্সটি করার পরে সে যা যা করতে পারবেঃ

    • যেকোনো মানুষের সাথে অনর্গল ইংরেজিতে কথা বলে যেতে পারবে।
    • বিদেশিদের কথা শুনে বুজতে পারবে।
    • ইংরেজিতে লিখার ক্ষেত্রে সাহায্য করবে।
    • ভবিষ্যতে উচ্চশিক্ষা বা ক্যাডেট পড়ার ক্ষেত্রে ৯০% সাহায্য করবে।
    • সঠিক উচ্চারনে ইংরেজি বলতে পারবে।
    • ছোট থেকেই ইংরেজির ভিত্তি মজবুত হবে যার ফলে ভবিষ্যতে ইংরেজি ভাষার পরীক্ষা যেমন, SAT, IELTS, TOEFL, GRE, GMAT ইত্যাদি অল্প প্রস্তুতিতেই ভালো করতে পারবে।
    • ইংরেজিতে লিখা যেকোনো গল্পের বই পড়তে পারবে।
    • বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অনেক কাজে দিবে।
  • ১। কোর্স টি কি অনলাইনে ভালো হবে?

উত্তরঃ বাচ্চার ইংরেজি শিক্ষার জন্য প্রয়োজন ভালো এবং বাচ্চাদের উপযোগী গাইডলাইন সাথে ইংরেজি চর্চার পরিবেশ। যা অনলাইনে খুব সহজে দেয়া যায়। বর্তমানে স্কুলের শিক্ষা কার্যক্রম ঠিক রেখে তাকে ভবিষ্যতের জন্য ইংরেজি শিক্ষাতে দক্ষ করতে অনলাইনের বিকল্প নেই। তাছাড়া অনলাইনে একজন অভিবাবক ও জানতে পারবে কি ক্লাস বা কিভাবে ক্লাস করানো হচ্ছে। এখানে শিক্ষকের ফাঁকি দেয়ার সুযোগ নেই। কিন্তু অফলাইনে যেহেতু অভিবাবকদের ক্লাসের প্রবেশের সুযোগ দেয়া হয় না, তাই তারাও নিশ্চিত হতে পারে না শিক্ষকের শিক্ষার মান নিয়ে।

  • ২। এই কোর্স করালে কি তার স্কুলের পাঠদানের ক্ষতি হবে?

উত্তরঃ আমরা যে কোর্সটি করাবো, এটি হচ্ছে সহশিক্ষা। এর মাধ্যমে বরং তার মেধা এবং সৃষ্টিশীলতার বিকাশ ঘটবে যেভাবে Drawing বা Singing শেখালে ঘটে। তাছাড়া আমরা বাসাতে কোন পড়ার চাপ দিবো না। সে আমাদের Practice Club-এ অংশগ্রহন করলেই তার চর্চা হয়ে যাবে। শুধু স্কুলের পড়াশোনার সাথে বাচ্চাদেরকে সংযুক্ত রাখলে তাদের মেধার সঠিক বিকাশ হয় না। তাই উন্নত রাষ্ট্রগুলোতে বাচ্চাদেরকে সহশিক্ষার উপরে অনেক জোড় দেয়া হয়। আর এখনকার বাচ্চারা অনেক বেশি মোবাইল নির্ভর। কিন্তু এই মোবাইল থেকে তাদেরকে সরানোও যাচ্ছে না। আমরা তার এই মোবাইল ব্যবহারকেও ইংরেজি শিক্ষার ক্ষেত্রে কাজে লাগাবো। যার ফলে তার মেধা বিকাশে সাহায্য করবে।

  • ৩। আমি অফলাইনে করাবো। কোন সুযোগ আছে কি?

উত্তরঃ অফলাইন বা অনসাইটে আমাদের উত্তরা করার সুযোগ আছে। উত্তরা অফিসে যোগাযোগঃ +8801611237734 (WhatsApp), এবং অনলাইনে করাতে চাইলে, +8801611237732 (WhatsApp)। অনলাইনে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আমাদের ক্লাসে জয়েন করতে পারবে, বাংলাদেশের সময় অনুযায়ী।