এই কোর্সটি মুলত ছোট বাচ্চাদের জন্য। বাংলাদেশের স্কুল এর শিক্ষার্থীদের সাথে যদি তুলনা করা হয়, তবে ছোট (KG শ্রেণি) থেকে সর্বচ্চো ৮ম শ্রেণি পর্যন্ত বাচ্চারা এই কোর্স করতে পারবে। বাচ্চাদের বয়স অনুযায়ী ব্যাচ করে বিভিন্ন ব্যাচে ক্লাস করানো হবে। কোর্সটি 4-12 মাস মেয়াদি। Online & Offline দুভাবেই কোর্সটি করা যাবে। অনলাইনে থাকবে রাত ৮-১০ এর মধ্যে ক্লাস শিডিউল এবং অফলাইনে থাকবে শুধু শুক্র-শনি ক্লাস শিডিউল। তবে অনেক সময় অভিভাবকরা চান তার সন্তান দীর্ঘ সময় নিয়ে ইংরেজি ভাষা শিখুক বা চর্চা করুক। এই জন্য আমাদের ২ ধরনের কোর্স আছে, একটি Kids Regular যা হবে সপ্তাহে ২ দিন ক্লাস, সাধারণত শুক্র-শনিবার, যেখানে আমরা Speaking Method গুলো শেখাবো এবং এটি মুলত ৪ মাসের কোর্স যার ফি ১০০০০/- এককালিন। আমাদের আরেকটি কোর্স আছে, যার নাম Kids Premium Course, যা সপ্তাহে ৪ দিন ক্লাস যার মধ্যে, ২ দিন চলবে Speaking Method class এবং বাকি ২ দিন Practice class। অফলাইনের ছাত্রছাত্রিরা Practice class চাইলে অনলাইনেও করতে পারবে। আর অফলাইনে আপাতত আমাদের উত্তরা অফিসে কোর্সটি নিয়মিত করানো হচ্ছে। Kids Premium ফি প্রথম মাসে ভর্তি ফি, ৬০০০/- এরপর প্রতি মাসে ২০০০/- করে মাসিক ফি প্রদান করতে হবে। সকল বই বা লেকচার শিট প্রতিষ্ঠান থেকে প্রদান করা হবে।
এই কোর্স যেহেতু শিশুদের জন্য, তাই তাদের উপযোগী করে আমরা এই কোর্সের সিলেবাস নির্ধারণ করেছি।
ক্লাসটি হবে অনলাইন এবং অফলাইন দুভাবেই। আমরা সাধারণত অনলাইনে করলে Skype video call বা Google meet এর মাধ্যমে এই কোর্স করিয়ে থাকি। আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই দুটো মাধ্যমে শিশুরা ক্লাস করে সাচ্ছন্দ বোধ করে। ভবিষ্যতে আমরা আমাদের এই সাইটেই ভিডিও কল এর মাধ্যমে ক্লাস করার সুযোগ করে দিবো। Course Materials/Book সফট/PDF কপি দেয়া হবে তবে কোন Hard copy বই প্রদান করা হলে সেক্ষেত্রে বই এর দাম কোর্স ফি এর সাথে যুক্ত হবে। আর অফলাইন/অনসাইটে আমাদের উত্তরা অফিসেই করতে পারবে।
এই কোর্সটি করার পরে সে যা যা করতে পারবেঃ
উত্তরঃ বাচ্চার ইংরেজি শিক্ষার জন্য প্রয়োজন ভালো এবং বাচ্চাদের উপযোগী গাইডলাইন সাথে ইংরেজি চর্চার পরিবেশ। যা অনলাইনে খুব সহজে দেয়া যায়। বর্তমানে স্কুলের শিক্ষা কার্যক্রম ঠিক রেখে তাকে ভবিষ্যতের জন্য ইংরেজি শিক্ষাতে দক্ষ করতে অনলাইনের বিকল্প নেই। তাছাড়া অনলাইনে একজন অভিবাবক ও জানতে পারবে কি ক্লাস বা কিভাবে ক্লাস করানো হচ্ছে। এখানে শিক্ষকের ফাঁকি দেয়ার সুযোগ নেই। কিন্তু অফলাইনে যেহেতু অভিবাবকদের ক্লাসের প্রবেশের সুযোগ দেয়া হয় না, তাই তারাও নিশ্চিত হতে পারে না শিক্ষকের শিক্ষার মান নিয়ে।
উত্তরঃ আমরা যে কোর্সটি করাবো, এটি হচ্ছে সহশিক্ষা। এর মাধ্যমে বরং তার মেধা এবং সৃষ্টিশীলতার বিকাশ ঘটবে যেভাবে Drawing বা Singing শেখালে ঘটে। তাছাড়া আমরা বাসাতে কোন পড়ার চাপ দিবো না। সে আমাদের Practice Club-এ অংশগ্রহন করলেই তার চর্চা হয়ে যাবে। শুধু স্কুলের পড়াশোনার সাথে বাচ্চাদেরকে সংযুক্ত রাখলে তাদের মেধার সঠিক বিকাশ হয় না। তাই উন্নত রাষ্ট্রগুলোতে বাচ্চাদেরকে সহশিক্ষার উপরে অনেক জোড় দেয়া হয়। আর এখনকার বাচ্চারা অনেক বেশি মোবাইল নির্ভর। কিন্তু এই মোবাইল থেকে তাদেরকে সরানোও যাচ্ছে না। আমরা তার এই মোবাইল ব্যবহারকেও ইংরেজি শিক্ষার ক্ষেত্রে কাজে লাগাবো। যার ফলে তার মেধা বিকাশে সাহায্য করবে।
উত্তরঃ অফলাইন বা অনসাইটে আমাদের উত্তরা করার সুযোগ আছে। উত্তরা অফিসে যোগাযোগঃ +8801611237734 (WhatsApp), এবং অনলাইনে করাতে চাইলে, +8801611237732 (WhatsApp)। অনলাইনে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আমাদের ক্লাসে জয়েন করতে পারবে, বাংলাদেশের সময় অনুযায়ী।