Call Agent
(9am to 10pm-BD)

01611-237732

Phonetics (One to One)

Course Instructor

Md Ariful Islam

IELTS & ESL Teacher

Phonetics (One to One)

Phonetics (One to One)  

বিশ্বের সাথে তাল মেলাতে হলে এখন Global English শেখার বিকল্প নেই যেখানে উচ্চারন (Pronunciation) একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এই উচ্চারন শিখতে হবে সঠিক নিয়মে যাকে বলা হয়, Phonetics। যারা বিদেশিদের কথা বুজতে চাচ্ছেন বা তাদের মত করে ইংরেজিতে বা সঠিক উচ্চারনে ইংরেজিতে কথা বলতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই কোর্স। আর এই কোর্সটি তাদের জন্য যারা আমাদের ব্যাচ এর সাথে সময় দিতে পারছেন না।

এই কোর্স যেহেতু একটু Advance শ্রেণীর জন্য, তাই তাদের উপযোগী করে আমরা এই কোর্সের সিলেবাস নির্ধারণ করেছি।

  • 44 Phonetic Alphabets
  • Contractions
  • Intonation
  • Aspiration
  • Assimilation
  • Word stress
  • Sentence stress
  • Connected speech
  • Tongue twister

এই কোর্সের ক্লাস আমরা অনলাইন করিয়ে থাকি। আর অনলাইনের ক্ষেত্রে আমরা সাধারণত Skype video call বা Google meet এর মাধ্যমে এই কোর্স করিয়ে থাকি। ভবিষ্যতে আমরা আমাদের এই সাইটেই ভিডিও কল এর মাধ্যমে ক্লাস করার সুযোগ করে দিবো। Course Materials/Book সফট/PDF কপি দেয়া হবে তবে কোন Hard copy বই প্রদান করা হলে সেক্ষেত্রে বই এর দাম কোর্স ফি এর সাথে যুক্ত হবে।

  • Course Duration: 2 Months
  • Total Class: 24 classes
  • Weekly class: 3 days
  • Class duration: 60 to 90 minutes
  • Practice Session: 6 days in a week
  • Practice session duration: 60-90 hours
  • Students per batch: 1/2
  • Repetition: One time only
  • Class schedule: Notification through Email/Dashboard.
  • Course Platform: Online & Offline
  • আমাদের এই Website-এ সরাসরি লিখা চর্চা করা সুযোগ আছে।
  • আমাদের অনলাইন ক্লাবে Speaking চর্চা করার সুযোগ আছে।
  • এই কোর্সটি করার পরে যে দক্ষতাগুলো আসবেঃ

    • ইংরেজি উচ্চারনে দক্ষতা চলে আসবে
    • English Speaking skill
    • English Pronunciation skill
  • ১। কোর্স টি কি অনলাইনে ভালো হবে?

উত্তরঃ আমরা Covid-19 এর পর থেকে অনলাইনে নিয়মিত ক্লাস করাচ্ছি এবং এখন পর্যন্ত সফলভাবে প্রায় ৫০+ ব্যাচ অনলাইনে সম্পন্ন করেছি। প্রত্যেক ছাত্রছাত্রি আমাদের অনলাইন কোর্সে খুশি, কারন তারা ভালো সার্ভিস পেয়েছে কিন্তু তাদের সময় ও অর্থ দুটোই বেঁচে গিয়েছে অনলাইনের কারণে। আর ঢাকা শহরে যে জ্যাম আমাদেরকে পোহাতে হয়। সেটা থেকেও লাগব হয় আমাদের অনলাইনের কোর্সে। তাছাড়া আমরাই যেহেতু ৬ মাস+ সময় চর্চার সুযোগ অনলাইনে করে দেই, তাই কারো কোর্স নিয়ে কোন সমস্যা থাকে না।

  • ২। কোর্স ফি কি ছাড় দেয়া যাবে?

উত্তরঃ আমরা Course Fee & Course quality কোনটিতেই ছাড় দেই না। ভালো কিছু পেতে হলে দাম দিয়েই পেতে হবে। এমিটিশনের দামে কখনো স্বর্ণ পাওয়া যায় না। যদি কেও সেটা অফারও করে তবে সেখানে অবশ্যই সমস্যা আছে।

  • ৩। আমি অফলাইনে করাবো। কোন সুযোগ আছে কি?

উত্তরঃ জী অবশ্যই করা যাবে। যে কেও চাইলে এই কোর্স অফলাইন বা অনলাইন যেকোনো মাধ্যমে করতে পারবেন।

  • ৪। আমি কি কোর্সটি বার বার একই ফি দিয়ে করতে পারবো?

উত্তরঃ না। তবে ৩ বার পর্যন্ত আমরা করার সুযোগ করে দিবো।

Phonetics(One to One)