আমাদের সমাজে সবাই সমান ভাবে প্রতিষ্ঠিত নয়। অনেকেই ক্যারিয়ারে এগিয়ে থাকতে কারো না কারো কাছে mentoring বা ব্যক্তিগত পরামর্শ নিয়ে থাকে। এটা অনেকটা personal coach এর মত। ইংরেজি শিক্ষা বা ক্যারিয়ারেও সাখাওয়াত স্যার অনেককেই mentoring দিয়েছেন যারা আজ কর্মক্ষেত্রে বা ক্যারিয়ারে নিজ নিজ ক্ষেত্রে সফল। যারা স্যার এর থেকে একটি দীর্ঘসময় নিয়ে বা ক্যারিয়ারের লক্ষ্যেও না পৌঁছান পর্যন্ত mentoring নিতে চান, তাদের জন্য আসলে স্যার এর এই personalized training।
এটি আসলে কোন কোর্স নয় যে নির্দিষ্ট করে কয়টি সেশন বা ক্লাস দিয়ে নির্ধারণ করা যাবে। এটা সময় অনুযায়ী বিভিন্ন গাইড এবং assignment এর সমন্বয়ে চলবে। এখানে স্যার One to one guide করবেন। তবে দরকার অনুসারে স্যার এর পরামর্শ অনুযায়ী কোর্সও করা লাগতে পারে। স্যার ৩ টি সেগমেন্টে গাইড করেন যা নিচে দেয়া হলঃ
Segment-1: এটি শুধুমাত্র ইংরেজি শিক্ষার্থীদের জন্য। স্যার থেকে যদি কেউ গাইড নিয়ে Complete English Language Solution (A to Z) including IELTS, PTE, Duolingo & Visa process এর গাইড নিতে চান এবং স্যার এর পরমরশ অনুযায়ী নিজেকে ইংরেজিতে এক্সপার্ট করতে চান তবে এই mentoring এ আসতে পারেন। এখানে যা যা থাকছে
Segment-2: এটি মূলত যারা ইংরেজি শেখা থেকে শুরু করে ইংরেজি ভাষা শিক্ষকতাকে পেশা হিসেবে নিতে চাচ্ছেন তাদের জন্য। অনেকেই আছেন, হয়তো ইংরেজিও ঠিক ভাবে পারেন না কিন্তু ভবিষ্যতে নিজেকে ইংরেজি ভাষাতে দক্ষ করে একজন ইংরেজি ভাষা প্রশিক্ষক হিসেবেই ক্যারিয়ার গড়তে চাচ্ছেন, তাদের জন্য এই সেগমেন্ট তবে এখানে বলে রাখা ভালো এই Segment টির সাথে Segment-1 ও যুক্ত থাকবে। এই সেগমেন্ট এর শেষ ৬ মাসে internship job এর সুযোগ থাকবে। এখানে যা যা থাকছে,
Segment-3: এটি মূলত যারা ইংরেজি শেখা থেকে শুরু করে ইংরেজি ভাষা শিক্ষকতাকে পেশা হিসেবে Global ELT trainer অথবা নিজেই উদ্যোক্তা হয়ে নিজের সেন্টার দাড় করাতে চাচ্ছেন তাদের জন্য। অনেকেই আছেন, হয়তো ইংরেজিও ঠিক ভাবে পারেন না কিন্তু ভবিষ্যতে নিজেকে ইংরেজি ভাষাতে দক্ষ করে একজন ইংরেজি ভাষা প্রশিক্ষক হিসেবেই ক্যারিয়ার গড়তে চাচ্ছেন, তাদের জন্য এই সেগমেন্ট। তবে এখানে বলে রাখা ভালো এই Segment টির সাথে Segment-1 এবং Segment-2 ও যুক্ত থাকবে। এই সেগমেন্ট এর শেষ ৬ মাসে internship job এর সুযোগ থাকবে। এখানে যা যা থাকছে,
যেহেতু সাখাওয়াত স্যার নিজে এটি one to one mentoring করবেন এবং উনি ব্যস্ততার কারনে বছরে মাত্র ১২ জনকে mentoring করেন তাই এটি কিছুটা expensive। যারা একান্তই personal ভাবে স্যার এর গাইড নিবেন এবং অর্থ, সময়, শ্রম বিনিয়োগ করতে পারবেন তাদের জন্য এই বিশেষ mentoring। আপনার আগ্রহ থাকলে ফী সহ অন্যান্য আলোচনার জন্য আমাদেরকে মেইল করুনঃ
(বিঃদ্রঃ এই বিষয়ে আমাদের অফিসে ফোন করে কোন তথ্য পাবেন না। উপরের ইমেইলে মেইল করলে আমরাই আপনাকে স্যার এর সাথে connect করে দিবো।)