IELTS Regular- যারা personal care-এ আমাদের শিক্ষকদের তত্ত্বাবধানে ঘরে বসে বা অফলাইনে আমাদের অফিসে এসে IELTS Preparation (Academic/GT/UKVI/Life skill যেকোনোটি) নিতে চান এই কোর্সটি তাদের জন্য। কোর্সটি অনলাইন বা অফলাইন দুভাবেই করা যায় তবে আমাদের অনলাইন কোর্সটি বেশি জনপ্রিয় এবং ইফেকটিভ। বাংলাদেশসহ পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ঘরে বসে Skype/Google meet এর মাধ্যমে ভিডিও কলে আমাদের এই কোর্সটি করতে পারবেন। এটি ২ মাসের কোর্স হলেও কোর্স সাপোর্ট পরীক্ষার আগের দিন পর্যন্ত পাবেন। বাকি বিস্তারিত নিচে পড়ুন। আশা করি আপনার বার বার কোর্স করতে হবে না। এই একটি কোর্সেই আপনার IELTS এর সম্পূর্ণ সমস্যার সমাধান করতে পারবেন। তবে যারা অতি মাত্রায় ইংরেজিতে দুর্বল এবং অনেক সময় (৬ মাস থেকে ১ বছর সময়) নিয়ে কোর্স করতে তাদের চান, জন্য আমাদের IELTS Contractual কোর্স। আর যারা মোটামুটি ইংরেজি বুঝেন বা পারেন বা অল্প সময়ে পরীক্ষা দেয়ার দরকার তারা আমাদের ২ মাসের এই কোর্সে ভর্তি হতে পারেন। আর ভর্তি হওয়ার আগে ১০ মিনিট সময় নিয়ে কোর্সটির বিস্তারিত নিচে পড়ে নিন।
এই কোর্স যেহেতু সব শ্রেণীর জন্য বা যে কেও করতে পারবেন, তাই তাদের উপযোগী করে আমরা এই কোর্সের সিলেবাস নির্ধারণ করেছি।
এই কোর্সের ক্লাস আমরা অনলাইন এবং অফলাইন দুইভাবেই করিয়ে থাকি। অফলাইনে আমাদের যেকোনো শাখাতে আসতে হবে কোর্সের জন্য। তবে ভর্তি অনলাইনেই হতে হবে। আর অনলাইনের ক্ষেত্রে আমরা সাধারণত Skype video call বা Google meet এর মাধ্যমে এই কোর্স করিয়ে থাকি। ভবিষ্যতে আমরা আমাদের এই সাইটেই ভিডিও কল এর মাধ্যমে ক্লাস করার সুযোগ করে দিবো। Course Materials/Book সফট/PDF কপি দেয়া হবে তবে কোন Hard copy বই প্রদান করা হলে সেক্ষেত্রে বই এর দাম কোর্স ফি এর সাথে যুক্ত হবে।
বিঃদ্রঃ এছাড়া আমাদের ডিরেক্টর এবং ১৭ বছরের অভিজ্ঞ IELTS instructor Md Shakhawat Hossain Sir এর তত্ত্বাবধানে আমাদের ৬ মাসের Basic zero to IELTS এর একটি কোর্স আছে। যাদের বেসিক বেশি দুর্বল, কিন্তু IELTS এ ভালো ফলাফল করতে চান, তারা এই কোর্সটি করতে পারেন। কোর্স লিঙ্কঃ
এই কোর্সটি করার পরে যে দক্ষতাগুলো আসবেঃ
উত্তরঃ উত্তরটি হল অবশ্যই অবশ্যই পাবেন। আপনি আপনার কাঙ্ক্ষিত স্কোর পাওয়ার উদ্দেশ্যেইতো এই কোর্সে আসছেন, তাই না? তবে কিছু বাস্তবতাও আপনার মাথাতে রাখতে হবে। যেমন, ক্লাসে ৫০ জন ছাত্রের মধ্যে আপনার রোল নম্বর হল ৪০, আপনি চাইছেন ১০-২০ এর মধ্যে আসতে, সেটা কিন্তু ধৈর্য এবং চেষ্টার কাজ। কিন্তু যদি আপনি চান আমার রোল ১-৫ এর মধ্যে থাকবে সেক্ষেত্রে এটা শুধু ধৈর্য আর চেষ্টার নয়, রীতিমত নাওয়া-খাওয়া বাদ দিয়ে আপনাকে ঘুম-নিদ্রা হারাম করে পড়াশোনা নিয়ে লেগে থাকতে হবে। ঠিক এই রকমই, স্কুল বা কলেজ জীবনে কখনো ইংরেজি নিয়ে মাথা ঘামান নি, কিন্তু এখন IELTS 7+ score তুলতে চাইছেন, আপনাকে নাওয়া-খাওয়া বাদ দিয়ে লেগে থাকতে হবে এবং আমাদের নির্দেশনা, tips & tricks গুলো নিয়মিত চর্চা করতে হবে। কোনভাবেই অধৈর্য হওয়া যাবে না। তবেই আপনি পারবেন। আর তাছাড়া আপনি লেগে থাকলে আমরা আপনাকে সাপোর্ট দিয়ে যাবো। এটাই আমাদের এই কোর্সের বিশেষত্ব।
উত্তরঃ আসলে এই প্রশ্নের উত্তর বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করছে। আপনি প্রথমে Cambridge এর একটি বই নিয়ে দেখতে পারেন এটা আপনার কাছে কেমন কঠিন লাগছে। যদি অনেক বেশি লাগে তবে সময় নিয়ে চর্চা করাটাই ভালো মানে বেসিক উন্নত করে তারপর IELTS বা বেসিক সহ IELTS করাটাই ভালো। তাছাড়া আপনার হাতে সময় যদি বেশি থাকে তবে সময় নিয়ে চর্চা করলে বা বেসিক উন্নত করে করলে আপনার জন্য IELTS এতটা কঠিন মনে হবে না এবং IELTS -এও একটি ভালো স্কোর আসবে। আর যদি সময় কম থাকে তবে এই কোর্স ছাড়া আপনার উপায়ও নেই। সুতরাং আপনি ভেবে দেখুন, কোনটি ভালো হবে? তবে বেসিক যার Zero তাদের জন্য আমাদের একটি বিশেষ কোর্স আছে যেটি ৬ মাস থেকে ১ বছর লাগে শেষ করতে। আপনি চাইলে এটিও করতে পারেন। কোর্সের লিঙ্ক এখানে ক্লিক করুন।
উত্তরঃ আমরা Covid-19 এর পর থেকে অনলাইনে নিয়মিত ক্লাস করাচ্ছি এবং এখন পর্যন্ত সফলভাবে প্রায় ৫০+ ব্যাচ অনলাইনে সম্পন্ন করেছি। প্রত্যেক ছাত্রছাত্রি আমাদের অনলাইন কোর্সে খুশি, কারন তারা ভালো সার্ভিস পেয়েছে এবং তাদের সময় ও অর্থ দুটোই বেঁচে গিয়েছে অনলাইনের কারণে। আর ঢাকা শহরে যে জ্যাম আমাদেরকে পোহাতে হয়। সেটা থেকেও লাগব হয় আমাদের অনলাইনের কোর্সে। তাছাড়া আমরাই যেহেতু ৬ মাস+ সময় চর্চার সুযোগ অনলাইনে করে দেই, তাই কারো কোর্স নিয়ে কোন সমস্যা থাকে না। তাছাড়া অনলাইন বিশেষ ব্যাচে সাখাওয়াত স্যার নিজেও ক্লাস নিয়ে থাকেন।
উত্তরঃ আমরা Course Fee & Course quality কোনটিতেই ছাড় দেই না। ভালো কিছু পেতে হলে দাম দিয়েই পেতে হবে। এমিটিশনের দামে কখনো স্বর্ণ পাওয়া যায় না। যদি কেও সেটা অফারও করে তবে সেখানে অবশ্যই সমস্যা আছে। আর যেহেতু এটি একটি শর্ট কোর্স তাই এই কোর্সে আসলে আমাদের কিস্তিতে ফি দেয়ার সুযোগ নেই। দরকার হলে আপনি যেভাবে আমাদেরকে যাচাই করলে সুবিধা হয় করে নেন। আপনি চাইলে আমাদের অফিসে এসেও ভর্তি হতে পারেন,
আপনার জন্য আমাদেরকে যাচাই করার কিছু দরকারি লিঙ্ক দিতে পারিঃ
আমাদের Youtube চ্যানেলঃ https://www.youtube.com/c/talenthutieltsbangla
আমাদের অফিসিয়াল ফেইসবুক পেইজঃ https://www.facebook.com/TalentHut.Ins
আর বাকি তথ্য এই ওয়েবসাইট টি একটু সময় নিয়ে surfing করলেই আমাদের সম্পর্কে তথ্য পাবেন।
উত্তরঃ জী অবশ্যই করা যাবে। যে কেও চাইলে এই কোর্স অফলাইন বা অনলাইন যেকোনো মাধ্যমে করতে পারবেন।
উত্তরঃ না। তবে ৩ বার পর্যন্ত আমরা করার সুযোগ করে দিবো।
উত্তরঃ হ্যা, যদি আমাদের ব্যাচ সীটের ৮০% হয়েও কোন গ্রুপ হয়ে আসেন বা কর্পোরেট চুক্তিতে আসতে চান, আমরা সার্ভিস দিতে পারবো অনলাইন বা অফলাইন দুটো মাধ্যমেই।