Global Teachers Training
বিশ্বমানের ইংরেজি ভাষা শিক্ষকতা (ELT/TESOL) ট্রেনিং এখন বাংলাদেশে। বাংলাদেশের ভাষা শিক্ষকদের জন্য TalentHut নিয়ে আসলো Global certificate teacher training course যা TEFL বা TESOL course নামে পরিচিত। মূলত যারা ইংরেজি ভাষা শিক্ষক হতে চায়, বা এখনো practice করছে, বিশেষ করে Spoken English Teacher, Grammar Teacher, IELTS instructor, ESL teacher, School/College/Coaching/University English Teacher তাদের জন্য একেবারেই নাম মাত্র খরচে এই কোর্স এখন TalentHut এর মাধ্যমেই করা যাবে।
Training-1:
এটি মূলত সাখাওয়াত স্যার এর সরাসরি পরিচালিত একেবারেই Personalized Practical Teaching Course with Internship যা গ্রুপ এবং one-to-one mentoring দুভাবেই করা যাবে যা নিলে local & global দুস্থানেই ESL teaching career গড়তে পারবে। সাথে Global certificate achieve করার সুযোগ থাকবে। আসলে এটি সাখাওয়াত স্যার সরাসরি হাতে কলমে শিক্ষকতা বা কাজ শেখাবেন। তার Group day-long training and 1 year one to one mentoring সম্পর্কে জানতে এই লিংকে ক্লিক করুনঃ
Training-2 (Global Certificate Course):
এই ট্রেনিং গুলো মূলত World Class Global Training Center, Westminster College London এর সাথে TalentHut এর collaboration এ পরিচালিত হবে। কোর্সগুলো হবে অনলাইনে। ভবিষ্যতে On-site -এ ট্রেনিং এর ব্যবস্থা করা হবে। আমাদের সেন্টারের মাধ্যমে যেকোনো কোর্স রেজিস্ট্রেশন করলে ১০% discount পাবে সকল বাংলাদেশি শিক্ষক সাথে আমরা internship এর ব্যবস্থা করে দিবো বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশেষ করে নতুন যারা এই পেশাতে আসতে চাচ্ছে তাদের জন্য।
এই ট্রেনিং এর সকল বিস্তারিত এবং কোর্সের লিংক নিচে দেয়া হল। আপনি যেটাতে ভর্তি হতে চান, আমাদের অফিসে এসে সরাসরি বা অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করে, ভর্তি হতে পারেন। এই লিংকে গিয়েও পে করে ভর্তি হতে পারবেন, সেক্ষেত্রে ১০% discount থাকবে না এবং আপনাকে Pound (£)-এ PayPal/Stripe এ মাধ্যমে পে করতে হবে।
কোর্সের নাম এবং বিস্তারিত লিঙ্কঃ
Teachers Training Program
Kids/Junior দের পড়ানোর জন্য ৬ মাসের প্রোগ্রাম
70 £
Language School Administration Program:
স্কুল বা কোচিং এ administrative support course
500 £
Quality Assurance, Assessment এর জন্য
500 £
স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় এর শিক্ষকদের একটি বিশেষ TA course
600 £
Teaching Administration, Course & Curriculum এর উপরে ১২০ ক্রেডিট এর বিশেষ ডিগ্রি
2999 £

Training Eligibility
মূলত যারা ইংরেজি ভাষা শিক্ষক, স্কুল, কলেজ, কোচিং, বিশ্ববিদ্যালয় এর শিক্ষকতা এবং এই সকল প্রতিষ্ঠানে Administration & Management এ যারা ক্যারিয়ার গড়ছে বা সামনে গড়ার স্বপ্ন দেখছে তাদের জন্য এই প্রোগ্রাম।
- শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে HSC/Diploma থাকতে হবে, তবে Graduation/Post-gradutaion যাদের আছে, তাদের জন্য ভালো হবে।
TEFL কোর্সগুলো যেহেতু শিক্ষকদের জন্য তৈরি করা, তাই তারা নিজেরা ইংরেজিতে Fluent না হলে কোর্সগুলো করা কঠিন হবে। তাই English Proficiency Level (Minimum B2) or IELTS 6.5 সাথে কমপক্ষে ৬ মাস থেকে ১ বছরের ESL teaching এর অভিজ্ঞতা হলে, ট্রেনিং গুলো খুব ইফেক্তিভ ভাবে করতে পারবে।
যারা বিভিন্ন ভাষা প্রশিক্ষণ কেন্দ্র, language school, coaching center চালান বিশেষ করে এই সকল প্রতিষ্ঠানের CEO, Manager, Course designer, Materials developer, Book Author ইত্যাদি কাজ যারা করেন তাদের জন্য “Language School Administrative Program” এর কোর্সগুলো খুবই ইফেক্তিভ হবে।
Training Fees & Enrolment
Training 1
Training-1 এর প্রোগ্রামের এর জন্য কোন আলাদা discount থাকে না। তবে যেহেতু এগুলো customized program, এই বিষয়ে সরাসরি আমাদের Manager এর নম্বরে যোগাযোগ করে কথা বলে নিলে ভালো হবে।
Training 2
Training-2 এর প্রোগ্রামের কোর্স ফি লিংকেই দেয়া আছে। এক্ষেত্রে আমাদের অফিসের মাধ্যমে ভর্তি হলে ১০% discount থাকবে। এবং কোর্স শেষে আমরাই internship এর ব্যবস্থা করে দিবো।
এই দু ধরনের ট্রেনিং পেতে চাইলে, আমাদের এই Teachers Training Program এর জন্য একমাত্র হটলাইন নম্বরে যোগাযোগ করে করতে হবে।
Call/Message: +8801611237732 (WhatsApp)
E-Mail us: [email protected]
Inbox us: https://www.facebook.com/TalentHut.Ins