এই কোর্সটি যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান চালাচ্ছেন বা কাজ করছেন এমন চাকুরীজীবী বা ব্যবসায়ীদের জন্য। Corporate office, Buying House, IT firm, Start up business, Garments Management, Merchandiser, Multinational firm ইত্যাদি অফিস এবং স্টাফদের জন্য ডিজাইন করা, যাতে তারা Business communication অনেক ভালো করে করতে পারে। এটি একটি কর্পোরেট কোর্স, তাই এটি individual course বা public course আকারে করা যাবে তবে সেক্ষেত্রে আগেই বুক করে রাখতে হবে, এরপর আমরাই ব্যাচ হলে আপনার সাথে যোগাযোগ করবো অথবা চাইলে কোন একটি ডিপার্টমেন্ট বা গ্রুপ হয়ে আসলেও করা যাবে।
এই কোর্স যেহেতু সকল শ্রেণীর জন্য, তাই তাদের উপযোগী করে আমরা এই কোর্সের সিলেবাস নির্ধারণ করেছি।
CV writing/Job interview থেকে শুরু করে Formal Email বা Project paper writing, Training Program সহ যত Pre & Post job solution, English Speaking & Writing যা আছে সবকিছুই Cover করা হয়েছে এই কোর্সে। চাকরীর বাজার প্রবেশ করতে যাচ্ছেন অথবা বিদেশি ডেলিগেটদের কে deal করা, ইংরেজিতে মিটিং পরিচালনা করা, ইংরেজিতে ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করা, অফিসিয়াল ফরমাল চিঠি লিখা সবকিছুর জন্য এই কোর্সটি Best। যারা Merchandising করেন, তাদের জন্যও এটি একটি দরকারি কোর্স।
এই কোর্সের ক্লাস আমরা অনলাইন এবং অফলাইন দুভাবেই করিয়ে থাকি। অনলাইনের ক্ষেত্রে আমরা সাধারণত Skype video call বা Google meet এর মাধ্যমে এই কোর্স করিয়ে থাকি। ভবিষ্যতে আমরা আমাদের এই সাইটেই ভিডিও কল এর মাধ্যমে ক্লাস করার সুযোগ করে দিবো। Course Materials/Book সফট/PDF কপি দেয়া হবে তবে কোন Hard copy বই প্রদান করা হলে সেক্ষেত্রে বই এর দাম কোর্স ফি এর সাথে যুক্ত হবে।
এই কোর্সটি করার পরে যে দক্ষতাগুলো আসবেঃ
উত্তরঃ আমরা Covid-19 এর পর থেকে অনলাইনে নিয়মিত ক্লাস করাচ্ছি এবং এখন পর্যন্ত সফলভাবে প্রায় ৫০+ ব্যাচ অনলাইনে সম্পন্ন করেছি। প্রত্যেক ছাত্রছাত্রি আমাদের অনলাইন কোর্সে খুশি, কারন তারা ভালো সার্ভিস পেয়েছে কিন্তু তাদের সময় ও অর্থ দুটোই বেঁচে গিয়েছে অনলাইনের কারণে। আর ঢাকা শহরে যে জ্যাম আমাদেরকে পোহাতে হয়। সেটা থেকেও লাগব হয় আমাদের অনলাইনের কোর্সে। তাছাড়া আমরাই যেহেতু ৬ মাস+ সময় চর্চার সুযোগ অনলাইনে করে দেই, তাই কারো কোর্স নিয়ে কোন সমস্যা থাকে না।
উত্তরঃ আমরা Course Fee & Course quality কোনটিতেই ছাড় দেই না। ভালো কিছু পেতে হলে দাম দিয়েই পেতে হবে। এমিটিশনের দামে কখনো স্বর্ণ পাওয়া যায় না। যদি কেও সেটা অফারও করে তবে সেখানে অবশ্যই সমস্যা আছে।
উত্তরঃ জী, সুযোগ আছে। তবে এটি একটি কর্পোরেট কোর্স। তাই একটি ব্যাচ হয়ে আসতে হবে।
উত্তরঃ না। এই কোর্সের ক্ষেত্রে সুযোগ নেই। এটি একটি সম্পূর্ণ প্রফেশনালদের জন্য কোর্স।
উত্তরঃ হ্যা, যদি আমাদের ব্যাচ সীটের ৮০% হয়েও কোন গ্রুপ হয়ে আসেন বা কর্পোরেট চুক্তিতে আসতে চান, আমরা সার্ভিস দিতে পারবো অনলাইন বা অফলাইন দুটো মাধ্যমেই।
➡️ Course Fee: 12000 BDT (Per Person) for both Online/In-Campus Courses.
For group admission, a little discount can be given, and the number should be a minimum of 10 individuals.
If you want to do it individually or in a small group, click the below form and book your seat:
https://forms.gle/xzgQ77tDWTstzkcP6 (This form is applicable only for individual training.)
📌 For Corporate:
Either per person, 12000 BDT, or per class (90 minutes each), 12000 BDT (Only inside Dhaka)
(Note: If you select per-class payment, the group should be a maximum of 25 individuals, and if the training is outside of Dhaka but in Dhaka Division, the transportation allowance must be added to the fees or the per-person fees will be 15000 BDT. In case outside of Dhaka Division, the fees can be 20000 BDT per person along with hotel & transportation fees.
For a corporate training send your proposal to [email protected]