যদি উপরের যেকোনো একটিও আপনার সমস্যা হয়ে থাকে তবে এই কোর্সটি আপনার জন্য। আরও বিস্তারিত জানতে নিচের অংশ থেকে পড়া শুরু করুন।
এই English (Basic to Advance) বা Basic for IELTS কোর্সটি TalentHut এর একটি বিশেষ কোর্স যা কেবলমাত্র ইংরেজিতে দুর্বল ছাত্রছাত্রি কিন্তু সময় নিয়ে পরিপূর্ণ দক্ষতা নিয়ে আসতে চাচ্ছেন অথবা ইংরেজিতে দুর্বল হওয়ার সত্ত্বেও IELTS -এ অনেক ভালো ফলাফল চাচ্ছেন এমন ছাত্রছাত্রিদের জন্য । আসলে এই কোর্সটি ইংরেজি ভাষার উপরে একটি complete solution আমরা বলতে পারি। আপনি IELTS ভবিষ্যতে দিতে চাইলে এই কোর্সটি আপনার ১০০% কাজে দিবে আবার যারা শুধু ইংরেজিতে দক্ষ হতে চাচ্ছেন কিন্তু IELTS or TOEFL এর মত পরীক্ষা নাও দিতে পারেন তাদের জন্যও ১০০% কাজে দিবে।
এই সেকশনটি খুব গুরুত্বপূর্ণ। আমরা আমাদের কোর্স পরিকল্পনাতে যা যা রেখেছি তাই এখানে দেয়া হল। কোর্সটি মোট ৩ টি লেভেলে বিভক্ত কোন লেভেলে কি কি করানো হবে তা নিচে দেয়া হল, তাই ভালো করে এটা পড়ুনঃ
Level-0: Grammar, Presentation, Reading skills (72 classes)
Level-1: Speaking & Pronunciation (24 classes)
Level-2: Grammar & Freehand Writing (24 classes)
Level-3: Basic Reading Course (24 classes)
Level-4: Basic Listening Course (24 classes)
এই কোর্স করলে আপনার যে যে উন্নতি গুলো হবেঃ
উচ্চারণঃ ইংরেজিতে কথা বলতে বা শুনে বুজতে গেলে উচ্চারণ খুব গুরুত্বপুরনো ভূমিকা রাখে। তাই আমাদের এই কোর্সে উচ্চারণের ক্লাস রাখা হয়েছে।
গ্রামারঃ ইংরেজি ভাষা বা পরীক্ষা যাই বলি না কেন। গ্রামার ছাড়া ভালো ফলাফল পাওয়া যায় না। তাই গ্রামার আমরা একবারে বেসিক লেভেল থেকে ধরব এবং advance grammar পর্যন্ত করাবো।
স্পিকিংঃ এই ক্লাসগুলোর মাধ্যমে আমরা বিষয়ভিত্তিক স্পিকিং, কথোপকথন, আইডিয়া তৈরি, ভোকাবুলারি শেখার কৌশল শেখাব।
রিডিংঃ রিডিং প্যাসেজ পড়ে তার উত্তরগুলো কিভাবে বিভিন্ন টেকনিক অনুসরণ করে করতে হয়, তা সেখানো হবে এই ক্লাসগুলোতে।
রাইটিংঃ বিভিন্ন ছোট-বড় কম্পোজিশন বা রচনা বা চিঠি কিভাবে নির্ভুলভাবে লিখতে হয়। তা সেখান হবে এই ক্লাসগুলোতে এবং সাথে সেগুলো পরীক্ষার মাধ্যমে যাচাই হবে।
লিসেনিংঃ বিদেশি স্পীকার বা নেইটিভদের কথা শুনে বুজতে পারা এবং সেই সম্পর্কিত কিছু ওয়ার্কশীট এর কাজ সহ লিসেনিং এর উন্নতি করা হবে এই ক্লাসগুলোর মাধ্যমে।
অন্যান্য সুযোগ সুবিধাঃ
এই কোর্সের ক্লাস আমরা অনলাইন এবং অফলাইন দুইভাবেই করিয়ে থাকি। অফলাইনে আমাদের যেকোনো শাখাতে আসতে হবে কোর্সের জন্য। তবে ভর্তি অনলাইনেই হতে হবে। আর অনলাইনের ক্ষেত্রে আমরা সাধারণত Skype video call বা Google meet এর মাধ্যমে এই কোর্স করিয়ে থাকি। ভবিষ্যতে আমরা আমাদের এই সাইটেই ভিডিও কল এর মাধ্যমে ক্লাস করার সুযোগ করে দিবো। Course Materials/Book সফট/PDF কপি দেয়া হবে তবে কোন Hard copy বই প্রদান করা হলে সেক্ষেত্রে বই এর দাম কোর্স ফি এর সাথে যুক্ত হবে।
এই কোর্সটি করার পরে যে দক্ষতাগুলো আসবেঃ
উত্তরঃ আমরা Covid-19 এর পর থেকে অনলাইনে নিয়মিত ক্লাস করাচ্ছি। প্রত্যেক ছাত্রছাত্রি আমাদের অনলাইন কোর্সে খুশি, কারন তারা ভালো সার্ভিস পেয়েছে কিন্তু তাদের সময় ও অর্থ দুটোই বেঁচে গিয়েছে অনলাইনের কারণে। আর ঢাকা শহরে যে জ্যাম আমাদেরকে পোহাতে হয়। সেটা থেকেও লাগব হয় আমাদের অনলাইনের কোর্সে। তাছাড়া আমরাই যেহেতু ৬ মাস+ সময় চর্চার সুযোগ এবং কোর্সটি ৫ বার পুনরাবৃত্তি করা সুযোগ অনলাইনে করে দেই, তাই কারো কোর্স নিয়ে কোন সমস্যা থাকে না।
আমাদের মোট ২ টি অফিস বর্তমানে। ১টি অফিস উত্তরা-ঢাকা, এবং গাজিপুরে আমাদের ১ টি অফিস।
যারা দেশের বাহিরে বসবাস করছেন কিন্তু আমার এই চুক্তিভিত্তিক IELTS কোর্সটি করতে চাচ্ছেন, তারা অনলাইনে এই কোর্সটি করতে পারবেন। আমরা অনলাইনে পূর্ণ সাপোর্ট দিচ্ছি। সাধারণত Skype, Zoom/Google Meet এর মাধ্যমে দিয়ে থাকি যা পৃথিবীর যেকোনো দেশ থেকে করা যাবে। যারা অনলাইনে করতে চান তারা আমাদের ফেইসবুক পেজে ম্যাসেজ পাঠাতে পারেন বা আমার সাথে What’s app/Viber (01611237732)-এ যোগাযোগ করতে পারেন। আর সময় ৬ মাস বা তার বেশি লাগতে পারে।
অবশ্যই আমরা গ্যারান্টি দিবো। তবে সেক্ষেত্রে আমাদের কিছু শর্ত আছে, আমাদের ৯০% ক্লাসে উপস্থিত থাকতে হবে, হোম ওয়ার্ক গুলো সময়মত করে দিতে হবে।
জী, অবশ্যই এই কোর্সটি আপনার জন্য উপযুক্ত। কারন আমরা যদি আপনাকে Basic থেকে Advance Level পর্যন্ত English Language এর ৪ টি দক্ষতাই এনে দিতে পূর্ণ সাপোর্ট দিতে পারি, তবে আপনার লক্ষ্য অবশ্যই পূরণ হবে।
উত্তরঃ আমরা Course Fee & Course quality কোনটিতেই ছাড় দেই না। ভালো কিছু পেতে হলে দাম দিয়েই পেতে হবে। এমিটিশনের দামে কখনো স্বর্ণ পাওয়া যায় না। যদি কেও সেটা অফারও করে তবে সেখানে অবশ্যই সমস্যা আছে। এবং আমাদের কোর্স ফী ২ বারে দেয়ার কোন সুযোগ নেই। দরকার হলে আপনি যেভাবে আমাদেরকে যাচাই করা দরকার করে নিন। আমরা সেই ২০১২ সাল থেকে সার্ভিস দিচ্ছি তার কিছু প্রমাণ শেষ প্রশ্নে পাবেন।
উত্তরঃ জী আপনি দুটো মাধ্যমেই করতে পারবেন।
উত্তরঃ জী পারবেন। আমাদের ক্লাসে রেগুলার থাকলে বিনা ফী তে ৫ বার পর্যন্ত আমরা করার সুযোগ করে দিবো।
উত্তরঃ হ্যা, যদি আমাদের ব্যাচে আসন সংখ্যার ৮০% হয়েও কোন গ্রুপ হয়ে আসেন বা কর্পোরেট চুক্তিতে আসতে চান, আমরা সার্ভিস দিতে পারবো অনলাইনে।
প্রথমত, বিশ্বাস একজন মানুষের একান্তই ব্যক্তিগত বিষয়। তবে কাওকে না কাওকে তো আপনার বিশ্বাস করতেই হবে। আপনি কোন মানদণ্ডে বিশ্বাস করেন তা আপনার ব্যাপার। তবে আমরা আমাদের স্থায়িত্ব সম্পর্কে কিছুটা ধারনা দি আপনাকে কেননা প্রতিষ্ঠানের স্থায়িত্ব বেশি হলে তার বিশ্বাসযোগ্যতাও বাড়ে, আমাদের Facebook পেজ হয়েছে প্রতিষ্ঠা বছর ২০১২ তেই (https://www.facebook.com/TalentHut.Ins), ইউটিউবে প্রথম ভিডিও ডিসেম্বর ১৫, ২০১৬ তে (https://youtu.be/8aQgsp9kgQU), আমাদের ওয়েবসাইট হয়েছে ২০১৫ তে (https://talenthutbd.com), এবং ট্রেড লাইসেন্স/টিন সার্টিফিকেট হয়েছে ২০১৪ তে। সার্ভিস খারাপ হলে এতোদিন টিকে থাকার কথা না।
ভর্তি প্রক্রিয়া খুব সহজ। এই পেইজের উপরে ডান দিকে দেখুন “Registration“ নামে একটি বাটন আছে। সেখানে ক্লিক করে শর্ত গুলো ভালভাবে পড়ে ফরমটি পুড়ন করে ফেলুন। ফর্মটি পুড়ন করার সময় অবশ্যই কোর্স অপশনে “Basic for IELTS” কোর্সটি নির্বাচন করবেন। পেমেন্ট কিভাবে করবেন তা সেখানেই দেয়া আছে। ফরম পুড়ন করার পড় তা নিশ্চিত হতে আমাদেরকে ম্যাসেজ বা ফোন করুন।
Course fee:
Full package: (Speaking, Reading, Writing, Listening, Vocabulary, Grammar & Pronunciation) – মুল কোর্স ফি ৫০০০০/- এই বছরের জন্য ফী ২৭০০০/- যা মুল ফী থেকে ২৩০০০ টাকা কম (ভর্তির সময় পুরো ফী একবারেই পে করতে হবে)
ধাপ-১ঃ রেজিস্ট্রেশন (Registration) লিখা বাটন এ ক্লিক বা ট্যাঁপ করলে একটি ফর্ম আসবে। ফর্মটি সঠিক তথ্য দিয়ে ফিলাপ করে পুরোন করে Submit করুন।
ধাপ-২ঃ ফর্ম পূরণ হয়েছে কিনা তা নিশ্চিত হতে (+88)01611237732 (WhatsApp) নম্বরে ম্যাসেজ করুন।
ধাপ-৩ঃ ফর্ম পূরণ নিশ্চিত হলে, এবার পেমেন্ট করতে একই নম্বরে ম্যাসেজ করুন। আমাদের ম্যানেজার আপনাকে সবগুলো অপশন দিয়ে দিবে। অবশ্যই ফর্ম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে পে না করলে ফর্ম টি বাতিল হয়ে যাবে। পেমেন্ট একবারেই দিতে হবে। এই কোর্সে বুকিং মানি বা কিস্তিতে পে করার কোন অপশন নেই।
ভারত থেকে ভর্তি হতে চাইলে, আমাদের ম্যানেজার আপনাকে ভারতের একটি ব্যাংক একাউন্ট নম্বর দিবে। সেই একাউন্ত এ পে করে আমাদেরকে পেমেন্ট স্লিপ বা স্ক্রিনশট পাঠাতে হবে। তারপরই ভর্তি নিশ্চিত হবে।
TalentHut-Uttara Office: +8801611237734 (WhatsApp)
TalentHut-Gazipur Office +8801770708056 (WhatsApp)