20 বছরের ইংরেজি ভাষা শিক্ষকতায় অভিজ্ঞ শিক্ষক সাখাওয়াত হোসেন স্যার এর দুটো বিশেষ ট্রেনিং আছে যা যে কেউ চাইলে নিতে পারে। আমাদের এই ট্রেনিং এর একটির নাম, “Developing English Communication & Interpersonal Skill 2.0 for the next generation leaders”। এটি ছাত্র, চাকরিজীবী বা ব্যবসায়ী যে কেউ করতে পারবে। নিজের ক্যারিয়ার, পেশাদারিত্ব এবং ব্যবসাইক সম্প্রসারণে এই ট্রেনিং একটি মিলিয়ন ডলার ভেল্যু তৈরি করবে। এবং ২য় Training টি হল TEFL/TESOL in-house 1 year diploma training। দুটো সম্পর্কেই বিস্তারিত দেয়া হল।
Training-1: Developing English Communication & Interpersonal Skill 2.0 for the next generation leaders
এই ট্রেনিংটি মূলত ৩ টি ভিন্ন ধরনের গ্রুপের জন্য তৈরি করা হয়েছে,
1. For students (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ট্রেনিং/কোচিং সেন্টার এর সকল ছাত্রছাত্রীদের জন্য উপযুক্ত।)
2. For job/service holders (যেকোনো ইন্ডাস্ট্রির/কর্পোরেট অফিসের Junior to senior Executive/Sales or marketing officers/Customer care/Public relations/Engineer/Doctors/other professionals দের জন্য প্রযোজ্য।)
3. For businessmen (যেকোনো উদ্যোক্তা/start up business/CEO থেকে শুরু করে ছোট-বড় সকল উদ্যোক্তা বা ব্যবসায়ীদের জন্য এই ট্রেনিং প্রযোজ্য।)
ট্রেনিং টি মূলত বিভিন্ন গ্রুপ অনুযায়ী ডিজাইন এবং sengemented করা হয়েছে।
ট্রেনিং এর বিস্তারিত সহ ফীঃ
Free ESL Training: ট্রেনিংটি যেকোনো প্রতিষ্ঠান বা গ্রুপ ১ ঘণ্টার একটি ফ্রি সেমিনার আয়োজন করতে পারেন যেখানে শিডিউল মিললে আমাদের স্যার সেই সেমিনার পরিচালনা করে আসবেন। তবে এক্ষেত্রে সেমিনার এর কোন ফি না থাকলেও স্যার এর TA/DA fee ধার্য করা হবে। এই ফি কত হবে তা কোথায় হবে বা যেতে আসতে সময় কেমন লাগবে তার উপরে আলোচনা সাপেক্ষে নির্ধারণ হবে। ঢাকা শহরের মধ্যে হলে শুধু TA/DA দিতে হবে আর বাহিরের সিটি হলে, কিছু allwonce যোগ হতে পারে যা আয়োজক প্রতিষ্ঠানের সাথে আলোচনা সাপেক্ষে হবে। Free Training এ participants সংখ্যা কমপক্ষে ৫০ থেকে ১০০ জন হবে হবে।
এছাড়া আমাদের প্রতিষ্ঠান (TalentHut Language Training Center) -এ প্রতি মাসের প্রথম রবিবার উত্তরা অফিসে এবং দ্বিতীয় শনিবার গাজীপুর অফিসে ফ্রি English learning seminar হয় যা সাখাওয়াত স্যার নিজে নেন। স্যার এর এই ফ্রি সেমিনারে অংশগ্রহণ করতে পারেন। রেজিস্ট্রেশন ফর্মে অপশন পাবেন। ফ্রি সেমিনার আসন সংখ্যা মাত্র ১৫-২০ টি।
Day long Training (Paid): এটি একটি দিনব্যাপী ট্রেনিং প্রোগ্রাম। সাধারণত সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত হবে। ট্রেনিংটি দুভাবে হবে, ১টি Individual এবং আরেকটি Corporate। দুটোরই বিস্তারিত নিচে দেয়া হলঃ
Day-long (Individual): এই ট্রেনিং আয়োজন করবে TalentHut Language Institute। ভেন্যু হবে ঢাকার ভেতরে কোন একটি অডিটোরিয়াম। আসন সংখ্যা ২০-১০০ পর্যন্ত হবে। ট্রেনিং এর ভেতরে যা যা থাকতে পারে, ৬ ঘণ্টা ট্রেনিং, ট্রেনিং লেকচার শিট, সার্টিফিকেট, সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের স্নেক্স, চা/কফি। এবং প্রাইভেট অনলাইন গ্রুপে পরবর্তী ৬ মাস পর্যন্ত ফ্রি Q & A, Feedback & Support। ট্রেনিং ফীঃ জনপ্রতি ৫০০০ টাকা। আগেই ফর্ম পূরণ করে বুকিং করতে হবে এবং কমপক্ষে ২০ জন হলেই ট্রেনিং এর তারিখ বা ভেন্যু ঘোষণা হবে।
Day-long (Corporate): এই ট্রেনিং আয়োজন করবে যে প্রতিষ্ঠান/কোম্পানি বা সংগঠন চুক্তিবদ্ধ হতে চায় তারা। ভেন্যু হবে তাদের নিজস্ব অডিটোরিয়াম এ। ট্রেনিং এর ভেতরে যা যা থাকতে পারে, ৬ ঘণ্টা ট্রেনিং, ট্রেনিং লেকচার শিট, সার্টিফিকেট এবং বাকি সুবিধা গুলো প্রতিষ্ঠান এর পক্ষ থেকে আয়োজন করতে হবে। ট্রেনিং শেষে প্রাইভেট অনলাইন গ্রুপে পরবর্তী ৬ মাস পর্যন্ত ফ্রি Q & A, Feedback & Support থাকবে। ট্রেনিং ফীঃ ১ লক্ষ টাকা (১০-১০০ জন পর্যন্ত), ১০০ জনের বেশি অংশগ্রহণকারী হলে, ফী আলোচনা সাপেক্ষে আরও বৃদ্ধি পাবে। আগেই ফর্ম পূরণ করে বুকিং করতে হবে। ট্রেনিং এর ভেন্যু, লজিস্টিক এবং টেকনিক্যাল সাপোর্ট (Sound, Projector/Interactive board, AC facilititate training venue) ইত্যাদি যে প্রতিষ্ঠান ট্রেনিং আয়োজন করবে তারাই করবে। এই ট্রেনিং ফী এর সাথে TA & DA (including Air fare/Air ticket, 3-5 star grade hotel যদি প্রয়োজন হয়) তা প্রদান করতে হবে।
Training-2: Personalized TEFL/TESOL in-house 1 year diploma training
এই ট্রেনিংটি মূলত যারা ইংরেজি ভাষা শিক্ষক বা শিক্ষক হতে চায়, এমন পেশাজীবীদের জন্য ১ বছরের হাতে-কলমে ট্রেনিং প্রোগ্রাম। ট্রেনিং এর ফিচার গুলোঃ
1. One year in-house training
2. Daily 9 hours practical & theoretical training
3. Accommodation & Food free for 1 year
4. If any external course requires, it will be included in the training fees
5. One-o-one mentoring with Shakhawat Hossain Sir
6. You can start from Zero skills in English
7. No teaching experience is needed
8. Education Qualifications should be minimum HSC/Diploma
9. Fee: 5,00,0000 BDT (5 lakhs/$4170) (including accommodation, food, external training fees, materials, one-o-one mentoring fees, IELTS exam fees if required (one time) etc.)
10. Fully offline /on-site training
11. Certificate & Job-placement will be provided additionally.
Free ESL Training Outline:
Day-long Training Syllabus:
Break (30 min)
Key takeaways from the training
(তবে corporate training এর ক্ষেত্রে প্রতিষ্ঠান বা সংগঠন এর চাহিদা অনুযায়ী ট্রেনিং customise করা যাবে)