(one time)
Spoken English(Contractual) – যাদের ইংরেজি Basic খুব বেশি দুর্বল এবং Zero level থেকে শুরু করে একটি দীর্ঘমেয়াদী চর্চা করতে চাচ্ছেন সাথে Fluent speaker না হওয়া পর্যন্ত শিক্ষকের সাপোর্ট চাচ্ছেন তাদের জন্য এই কোর্স।
এই কোর্স যেহেতু Basic দুর্বল ছাত্রছাত্রিদের জন্য, তাই তাদের উপযোগী করে আমরা এই কোর্সের সিলেবাস নির্ধারণ করেছি।
এই কোর্সের ক্লাস আমরা অনলাইন এবং অফলাইন দুইভাবেই করিয়ে থাকি। অফলাইনে আমাদের যেকোনো শাখাতে আসতে হবে কোর্সের জন্য। তবে ভর্তি অনলাইনেই হতে হবে। আর অনলাইনের ক্ষেত্রে আমরা সাধারণত Skype video call বা Google meet এর মাধ্যমে এই কোর্স করিয়ে থাকি। ভবিষ্যতে আমরা আমাদের এই সাইটেই ভিডিও কল এর মাধ্যমে ক্লাস করার সুযোগ করে দিবো। Course Materials/Book সফট/PDF কপি দেয়া হবে তবে কোন Hard copy বই প্রদান করা হলে সেক্ষেত্রে বই এর দাম কোর্স ফি এর সাথে যুক্ত হবে।
এই কোর্স যেহেতু Basic দুর্বল এমন ছাত্রছাত্রিদের জন্য, তাই তাদের উপযোগী করে আমরা এই কোর্সের সিলেবাস নির্ধারণ করেছি। মোট ৬ মাসের মত সাপোর্ট আমরা দিবো এই কোর্সে
১। উচ্চারনের ক্লাস ৬ টি
২। স্পিকিং এর জন্য প্রয়োজনীয় গ্রামার ক্লাস ১২ টি
৩। Question Making & Conversation practice method class ৩ টি
৪। Fluency Practice Class ১২ টি
৫। প্রেজেন্টেশন ক্লাস ৩ টি
১। সাপ্তাহিক ১ করে ওয়ার্কশপ এবং সাথে Group discussion report, Vocabulary improvement report, Topic presentation report)
এছাড়া মুল ক্লাসের পাশাপাশি, ১ ঘণ্টা করে Group Practice এবং সপ্তাহে ৬ দিন Online Language Club চলবে।
এই কোর্সটি করার পরে যে দক্ষতাগুলো আসবেঃ
উত্তরঃ আমরা Covid-19 এর পর থেকে অনলাইনে নিয়মিত ক্লাস করাচ্ছি এবং এখন পর্যন্ত সফলভাবে প্রায় ৫০+ ব্যাচ অনলাইনে সম্পন্ন করেছি। প্রত্যেক ছাত্রছাত্রি আমাদের অনলাইন কোর্সে খুশি, কারন তারা ভালো সার্ভিস পেয়েছে কিন্তু তাদের সময় ও অর্থ দুটোই বেঁচে গিয়েছে অনলাইনের কারণে। আর ঢাকা শহরে যে জ্যাম আমাদেরকে পোহাতে হয়। সেটা থেকেও লাগব হয় আমাদের অনলাইনের কোর্সে। তাছাড়া আমরাই যেহেতু ৬ মাস+ সময় চর্চার সুযোগ অনলাইনে করে দেই, তাই কারো কোর্স নিয়ে কোন সমস্যা থাকে না। Course Feedback, Reporting, Weekly exam সবই সুন্দরভাবে Online-এ করার সুযোগ থাকবে।
উত্তরঃ আমরা Course Fee & Course quality কোনটিতেই ছাড় দেই না। ভালো কিছু পেতে হলে দাম দিয়েই পেতে হবে। এমিটিশনের দামে কখনো স্বর্ণ পাওয়া যায় না। যদি কেও সেটা অফারও করে তবে সেখানে অবশ্যই সমস্যা আছে।
উত্তরঃ জী অবশ্যই করা যাবে। যে কেও চাইলে এই কোর্স অফলাইন বা অনলাইন যেকোনো মাধ্যমে করতে পারবেন।
উত্তরঃ না। তবে ২ বার পর্যন্ত আমরা করার সুযোগ করে দিবো। তাছাড়া কোর্স পুনরায় করার প্রয়োজন হবে না। কেননা ৬ মাস আমাদের নিবিড় তত্ত্বাবধানে থাকলে এমনিতেই সক্ষতা চলে আসবে।
উত্তরঃ হ্যা, যদি আমাদের ব্যাচ সীটের ৮০% হয়েও কোন গ্রুপ হয়ে আসেন বা কর্পোরেট চুক্তিতে আসতে চান, আমরা সার্ভিস দিতে পারবো অনলাইন বা অফলাইন দুটো মাধ্যমেই।