(One month crash course)
Spoken English(Level-0) – যাদের ইংরেজি Basic খুব বেশি দুর্বল এবং Zero level থেকে CEFR A1/A2 নিজেকে নিতে চাচ্ছেন তাদের জন্য এই কোর্স। এটি একটি ১ মাসের কোর্স যা সপ্তাহে ৩ দিন মোট ১২ টি ক্লাস নিয়ে সাজানো হয়েছে ।
এই কোর্স যেহেতু Basic দুর্বল ছাত্রছাত্রিদের জন্য, তাই তাদের উপযোগী করে আমরা এই কোর্সের সিলেবাস নির্ধারণ করেছি।
এই কোর্সের ক্লাস আমরা কেবলমাত্র অফলাইন উত্তরা অফিসে করিয়ে থাকি। Course Materials/Book সফট/PDF কপি দেয়া হবে তবে কোন Hard copy বই প্রদান করা হলে সেক্ষেত্রে বই এর দাম কোর্স ফি এর সাথে যুক্ত হবে।
এই কোর্স যেহেতু Basic দুর্বল এমন ছাত্রছাত্রিদের জন্য, তাই তাদের উপযোগী করে আমরা এই কোর্সের সিলেবাস নির্ধারণ করেছি।
১। উচ্চারনের ক্লাস
২। স্পিকিং এর জন্য প্রয়োজনীয় গ্রামার ক্লাস
৩। Question Making & Conversation practice method class
৪। Fluency Practice Class
৫। প্রেজেন্টেশন ক্লাস এবং চর্চা।
৬। লিসেনিং এন্ড স্পিকিং চর্চার মেথড।
৭। ২০টি প্রেজেন্টেশন Assignment।
এই কোর্সটি করার পরে যে দক্ষতাগুলো আসবেঃ
ব্যাচ শিডিউলঃ নতুন ব্যাচে ভর্তি চলছে। সীট সংখ্যা ৩০ – ৪০ টি। ক্লাস এর সময় প্রতিদিন রাত ৯ টা থেকে রাত ১০ টা। ক্লাস শুরু আনুমানিক এই মাসের ১৫-১৮ তারিখের মধ্যে।
উত্তরঃ এই কোর্সটি আসলে শুধু অনলাইনেই হবে, অফলাইনে বা অনসাইটে হবে না।
২। কোর্স ফি কি ছাড় দেয়া যাবে?
উত্তরঃ আমরা Course Fee & Course quality কোনটিতেই ছাড় দেই না। ভালো কিছু পেতে হলে দাম দিয়েই পেতে হবে। এমিটিশনের দামে কখনো স্বর্ণ পাওয়া যায় না। যদি কেও সেটা অফারও করে তবে সেখানে অবশ্যই সমস্যা আছে।
উত্তরঃ না। কারন কেও যদি কোন ক্লাস বন্ধ না করে বা অনিয়মিত না হয়, তবে তার উন্নতি হবেই। আর কেও যদি একটি ক্লাসও মিস করে তবে তাকে আবার ফি দিয়ে নতুন ব্যাচের সাথে ক্লাস করতে হবে।
উত্তরঃ হ্যা, যদি আমাদের ব্যাচ সীটের ৮০% হয়েও কোন গ্রুপ হয়ে আসেন বা কর্পোরেট চুক্তিতে আসতে চান, আমরা সার্ভিস দিতে পারবো অনলাইন বা অফলাইন দুটো মাধ্যমেই।
উত্তরঃ জী না। কোর্সটিই যেহেতু ১ মাসের কোর্স তাই এখানে কিস্তিতে আলাদা ফি প্রদান করার সুযোগ নেই।
উত্তরঃ হ্যা, স্যার সোম এবং বুধ বার আমাদের উত্তরা অফিসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় দেন। তাই উনারও একটি সেশন থাকবে। তাছাড়া পুরো কোর্সটি উনার তত্তাবধানেই হবে। তাই দক্ষতা না এসে উপায় নেই।