
Spoken English(Kids)
Course Status
কাদের জন্যঃ
এই কোর্সটি মুলত ছোট বাচ্চাদের জন্য। বাংলাদেশের স্কুল এর শিক্ষার্থীদের সাথে যদি তুলনা করা হয়, তবে ছোট (৩য় শ্রেণি) থেকে সর্বচ্চো ষষ্ঠ শ্রেণি পর্যন্ত বাচ্চারা এই কোর্স করতে পারবে।
কি করানো হবেঃ
এই কোর্স যেহেতু শিশুদের জন্য, তাই তাদের উপযোগী করে আমরা এই কোর্সের সিলেবাস নির্ধারণ করেছি।
- English Pronunciation
- Tongue twister practice
- Short presentation
- Question Making & Answer skill
- Vocabulary development
- Listening skill development
- Kids story reading
কোর্সটি কিভাবে করানো হবেঃ
ক্লাসটি হবে অনলাইনে। আমরা সাধারণত Skype video call বা Google meet এর মাধ্যমে এই কোর্স করিয়ে থাকি। আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই দুটো মাধ্যমে শিশুরা ক্লাস করে সাচ্ছন্দ বোধ করে। ভবিষ্যতে আমরা আমাদের এই সাইটেই ভিডিও কল এর মাধ্যমে ক্লাস করার সুযোগ করে দিবো। Course Materials/Book সফট/PDF কপি দেয়া হবে তবে কোন Hard copy বই প্রদান করা হলে সেক্ষেত্রে বই এর দাম কোর্স ফি এর সাথে যুক্ত হবে।
- Course Duration: 3 Months
- Total Class: 36 classes
- Weekly class: 3 days
- Class duration: 60 to 90 minutes
- Practice Session: 6 days in a week
- Practice session duration: 60-90 minutes
- Students per batch: 10-20
- Repetition: One time only
- Class schedule: Notification through Email/Dashboard.
কোর্সের সাথে আর কি সুযোগসুবিধা আছেঃ
- আমাদের এই কোর্সটির সাথে ফ্রি থাকবে ৬ মাসের ফ্রি Practice Club/Lanuguage club membership যেখানে একজন শিক্ষার্থী কোর্সে enrol করার সাথে সাথেই আমাদের এই online language club-এ একজন অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত ইংরেজিতে কথা বলার চর্চা করে যাবে সপ্তাহে ৬ দিন ১ থেকে ১.৩০ ঘণ্টা করে।
- মাসিক English Presentation & Debate Competion and reward program আয়োজন করা হবে অনলাইনে এবং সেখান থেকে ভালো বক্তা বাছাই করে আমাদের অনলাইন প্লাটফর্মে (Youtube/Facebook)-এ Presentation দেয়ার সুযোগ করে দেয়া হবে।
কোর্স করার পরে কি কি সুযোগ সৃষ্টি হবেঃ
এই কোর্সটি করার পরে সে যা যা করতে পারবেঃ
- যেকোনো মানুষের সাথে অনর্গল ইংরেজিতে কথা বলে যেতে পারবে।
- বিদেশিদের কথা শুনে বুজতে পারবে।
- ইংরেজিতে লিখার ক্ষেত্রে সাহায্য করবে।
- ভবিষ্যতে উচ্চশিক্ষা বা ক্যাডেট পড়ার ক্ষেত্রে ৯০{486339a439c52ab6af3642e75f60aaa05e9ad8463d716d5604becebc84b5b4f7} সাহায্য করবে।
- সঠিক উচ্চারনে ইংরেজি বলতে পারবে।
- ছোট থেকেই ইংরেজির ভিত্তি মজবুত হবে যার ফলে ভবিষ্যতে ইংরেজি ভাষার পরীক্ষা যেমন, SAT, IELTS, TOEFL, GRE, GMAT ইত্যাদি অল্প প্রস্তুতিতেই ভালো করতে পারবে।
- ইংরেজিতে লিখা যেকোনো গল্পের বই পড়তে পারবে
কোর্স নিয়ে প্রশ্নোত্তরঃ
১। কোর্স টি কি অনলাইনে ভালো হবে?
উত্তরঃ বাচ্চার ইংরেজি শিক্ষার জন্য প্রয়োজন ভালো এবং বাচ্চাদের উপযোগী গাইডলাইন সাথে ইংরেজি চর্চার পরিবেশ। যা অনলাইনে খুব সহজে দেয়া যায়। বর্তমানে স্কুলের শিক্ষা কার্যক্রম ঠিক রেখে তাকে ভবিষ্যতের জন্য ইংরেজি শিক্ষাতে দক্ষ করতে অনলাইনের বিকল্প নেই। তাছাড়া অনলাইনে একজন অভিবাবক ও জানতে পারবে কি ক্লাস বা কিভাবে ক্লাস করানো হচ্ছে। এখানে শিক্ষকের ফাঁকি দেয়ার সুযোগ নেই। কিন্তু অফলাইনে যেহেতু অভিবাবকদের ক্লাসের প্রবেশের সুযোগ দেয়া হয় না, তাই তারাও নিশ্চিত হতে পারে না শিক্ষকের শিক্ষার মান নিয়ে।
২। এই কোর্স করালে কি তার স্কুলের পাঠদানের ক্ষতি হবে?
উত্তরঃ আমরা যে কোর্সটি করাবো, এটি হচ্ছে সহশিক্ষা। এর মাধ্যমে বরং তার মেধা এবং সৃষ্টিশীলতার বিকাশ ঘটবে যেভাবে Drawing বা Singing শেখালে ঘটে। তাছাড়া আমরা বাসাতে কোন পড়ার চাপ দিবো না। সে আমাদের Practice Club-এ অংশগ্রহন করলেই তার চর্চা হয়ে যাবে। শুধু স্কুলের পড়াশোনার সাথে বাচ্চাদেরকে সংযুক্ত রাখলে তাদের মেধার সঠিক বিকাশ হয় না। তাই উন্নত রাষ্ট্রগুলোতে বাচ্চাদেরকে সহশিক্ষার উপরে অনেক জোড় দেয়া হয়। আর এখনকার বাচ্চারা অনেক বেশি মোবাইল নির্ভর। কিন্তু এই মোবাইল থেকে তাদেরকে সরানোও যাচ্ছে না। আমরা তার এই মোবাইল ব্যবহারকেও ইংরেজি শিক্ষার ক্ষেত্রে কাজে লাগাবো। যার ফলে তার মেধা বিকাশে সাহায্য করবে।
৩। আমি অফলাইনে করাবো। কোন সুযোগ আছে কি?
উত্তরঃ আপাতত আমাদের এই সুযোগ নেই। তবে যদি ভবিষ্যতে তৈরি হয় তবে আমাদের ফেইসবুক পেইজে বা Youtube এর মাধ্যমে জানতে পারবেন।
কোর্স ফিঃ
Course fee: 8000tk (One time)
Book Now
About the instructor
2 Courses
6 students